eaibanglai
Homeএই বাংলায়নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস

নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,বর্ধমানঃ- মজুরি বৈষম্য ও কাজের ক্ষেত্রে অমানবিক পরিবেশ দূর করা, কাজের সময় নির্দিষ্ট করা প্রভৃতির দাবিতে ১৮৫৭ সালে আমেরিকার সুতো কারখানার মহিলা শ্রমিকেরা রাস্তায় নামে। যথারীতি আন্দোলনকারীদের উপর শুরু হয় সরকারের অত্যাচার। ঘটনার প্রায় পঞ্চাশ বছর পর ১৯০৯ সালে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়। পরবর্তী সম্মেলনে ৮ ই মার্চকে তিনি ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে পালন করার প্রস্তাব দিলে তার প্রস্তাব গৃহীত হয়। তারপর থেকে এই দিনটিকে পৃথিবীর বিভিন্ন দেশ ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে পালন করতে শুরু করে। ১৯৭৫ সালে ৮ ই মার্চ দিনটিকে জাতিসংঘ আন্তর্জাতিক স্বীকৃতি দেয় এবং যথাযথ মর্যাদা সহকারে দিনটি পালনের জন্য বিভিন্ন দেশকে আহ্বান জানায়। সেই থেকেই ঐ দিনটি বিশ্বব্যাপী ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসাবে পালিত হয়ে আসছে। দিনটি পালনের মূল উদ্দেশ্য হলো মহিলাদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠার দিকটিতে যথাযথ নজর দেওয়া।

নেহরু যুব কেন্দ্রের বর্ধমান শাখার সক্রিয় সহযোগিতায় ও শ্রীখণ্ডের বয়েজ ইউনিয়ন ক্লাবের পরিচালনায় ক্লাব প্রাঙ্গনে নৃত্য, গীত ও আবৃত্তির মধ্যে দিয়ে গত ৮ই মার্চ বিশ্ব নারী দিবস পালিত হয়।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা এই দিনটি পালনের গুরুত্ব সবার সামনে তুলে ধরেন। একইসঙ্গে যথাযথ মর্যাদা সহকারে দিনটি পালনের জন্য আহ্বান জানান। অনেকের আক্ষেপ প্রচারের অভাবে এই দিনটি সাধারণ মানুষের কাছে অপরিচিত থেকে গ্যাছে। প্রতিটি সামাজিক প্রতিষ্ঠানকে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য তারা অনুরোধ করেন।

ক্লাবের সদস্য-সদস্যা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান দীপক মজুমদার, বিশিষ্ট আইনজীবী শ্যামা মজুমদার, প্রাক্তন প্রধান শিক্ষিকা সেলিনা বেগম, গবেষক নিকিতা দাস অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।

এর আগে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে শ্যামা মজুমদার, সেলিনা বেগম ও গবেষক নিকিতা দাসকে সম্বর্ধনা দেওয়া হয় এবং তাদের হাতে তুলে দেওয়া হয় মানপত্র, স্মারক ও ফুলের স্তবক।

নেহরু যুব কেন্দ্রের বর্ধমান শাখার আধিকারিক উত্তরা বিশ্বাস বললেন – সমাজে নারীর সম্মান, শিক্ষা, সুরক্ষার জন্য নেহরু যুব কেন্দ্রের সদস্যরা সচেতন আছে। এরজন্য জেলার বিভিন্ন প্রান্তে তারা কাজ করেও চলেছে। দরকার সবার সহযোগিতা। এরজন্য প্রত্যেককে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments