eaibanglai
Homeএই বাংলায়বর্ষবরণ উপলক্ষ্যে সুরপরিষদ আয়োজিত সংগীতানুষ্ঠান

বর্ষবরণ উপলক্ষ্যে সুরপরিষদ আয়োজিত সংগীতানুষ্ঠান

এই বাংলায় ওয়েব ডেস্ক:- বাংলা নতুন বছরকে মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানালেন – দুর্গাপুর সুরপরিষদ মিউজিক্যাল একাডেমীর সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত শিল্পীরা। প্রায় সাড়ে তিনঘণ্টা ধরে চলা অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, অতুলপ্রসাদের গান, ভজন, আধুনিক বাংলা গান, লোকগীতি,আবৃত্তি, শ্রুতিনাটক ইত্যাদি পরিবেশিত হল সম্মেলক, একক ও দ্বৈত নিবেদনের মাধ্যমে। অংশ নিলেন- বুদ্ধদেব সেনগুপ্ত, আনন্দিতা রায়, সুব্রত মুখোপাধ্যায়, মধুমিতা মিত্র, প্রণব মুখোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায়, উত্তম লাহা, ঋতুপর্ণা বিশ্বাস সরকার, উৎপল সেনগুপ্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- হৃদয় সাঁই ও জয়িতা সাঁই। যন্ত্রানুসঙ্গ সহযোগিতায় উল্লেখ্যরা ছিলেন- অরিজিৎ রায়, অনিন্দ্য কুন্ডু, বিথীন রায়, উদয়শঙ্কর বিশ্বাস, গৌরব দাস, চণ্ডীদাস রায় প্রমুখ।সামগ্রিক পরিচালনায় মুখ্য ভূমিকা ছিল সংস্থার অধ্যক্ষা আনন্দিতা রায় এর। অংশগ্রহণকারী বিশিষ্ট শিল্পী ও সংস্থাগুলিকে সম্মাননা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন সংগীতাচার্য্য বিমল মিত্র, সংস্থার চেয়ারপার্সন নীলিমা রায় সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments