eaibanglai
Homeএই বাংলায়সেফ ড্রাইভ, সেভ লাইফের সঙ্গে ডেঙ্গু নিধনেও উদ্যোগী ট্রাফিক পুলিশ

সেফ ড্রাইভ, সেভ লাইফের সঙ্গে ডেঙ্গু নিধনেও উদ্যোগী ট্রাফিক পুলিশ

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ রাজ্যে জুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার অব্যহত। বেপরোয়া গতি আর হেলমেটহীন বাইক চালকদের সচেতন করতে রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশ প্রশানের নানান উদ্যোগের ছবি সংবাদমাধ্যমের ক্যামেরায় বিভিন্ন সময়ে ধরা পড়ে। কোথাও বাইক চালকদের হেলমেট প্রদান, কোথাও আবার অসচেতন গাড়ি চালকদের গোলাপ ও মিষ্টিমুখ করানো আবার কোথাও বিনা হেলমেটে বাইক চালানোর দায়ে চালান কাটা বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতিতে রাজ্যবাসীকে সচেতন করার চেষ্টা অনবরত চলছে। কিন্তু তাসত্ত্বেও কিছুতেই কমছে না সড়ক দুর্ঘটনার প্রবণতা। বেপরোয়া গতির নেশা, হেলমেট বা সিট বেল্ট না পরে গাড়ি চালানো অথবা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে প্রত্যেক দিন ঝড়ে যাচ্ছে বহু জীবন, কত পরিবার হারাচ্ছে তাদের পরিজন, সন্তানহারা হচ্ছেন কত মা। এত এত টাকা খরচ করে বিভিন্ন ভাবে জনগণের মনে সচেতনতা তৈরীর চেষ্টা করা হলেও দুর্ঘটনায় লাগাম দেওয়া যাচ্ছে না কোনোভাবেই। এরকম অবস্থায় আবারও অভিনব এক উদ্যোগ নিলেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ট্রাফিক আধিকারিকগন। শুক্রবার সার্জেণ্ট প্রদীপ পালের নেতৃত্বে সিভিক ভলেন্টিয়ারদের একটি দল সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচারকে সামনে রেখে ডেঙ্গু নিধনের বার্তা নিয়ে জনগণকে সচেতন করার উদ্যোগ নেন। চলতি মাসেই রাজ্যে ঢুকবে বর্ষা। আর বর্ষা মানেই রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গির প্রকোপের আশঙ্কা থেকেই যায়। তাই বর্ষা ঢোকার আগেই এদিন ট্রাফিক পুলিশের উদ্যোগে বাসন্তীর বিভিন্ন গ্রামে মশার তেল ও ব্রিচিং পাউডার ছড়িয়ে মশাবাহিত বিভিন্ন রোগ থেকে বাঁচার সচেতনতা বার্তা দেওয়া হয়। বাসন্তী ট্রাফিক পুলিশের এ হেন অভিনব উদ্যোগে খুশি এলাকাবাসি ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments