সংবাদদাতা, আসানসোলঃ- কয়লা খনি থেকে কয়লা চুরিতে বাঁধা দেওয়ার ঘটনায় ইসিএলের নিরাপত্তারক্ষী ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে কয়লা চোরেরা।ঘটনায় পুলিশের ও ইসিএলের নিরাপত্তারক্ষীদের বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর সূত্রে জানা যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। ঘটনাটি বারাবনি থানার কাপিষ্টার বেগুনিয়া কয়লা খনির। খবর বুধবার ভোরে একদল কয়লা চোরেরা কয়লা খনিতে কয়লা চুরি করতে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসিএলের নিরাপত্তা রক্ষীরা পৌঁছায়। কয়লা চুরিতে বাঁধা দিতে গেলে নিরাপত্তারক্ষিদের লক্ষ করে চোরেরা ইট পাটকেল ছোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারাবনি থানার পুলিশ পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে কয়লা চোরেরা। দুটি গাড়িতে ভাঙচুর করে কয়লা চোরেরা। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা।ঘটনাস্থলে বারাবনি থানার পুলিশ। তবে বারাবনি পুলিশ ও এই ঘটনায় সাতজনকে আটক করেছে ও উদ্ধার ৬টন অবৈধ কয়লা যানালেন দিলীপ প্রসাদ সিকিউরিটি ইনচার্জ সালানপুর এরিয়া।