শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- আসন্ন ২০২৪ লোকসভা ভোটের দিনক্ষন ৭ দফায় স্থির হয়ে গেছে। রাজনৈতিক দল গুলি দেওয়াল লিখনে ও নির্বাচনী প্রচারে বাস্ত্য। অপরদিকে বর্ধমান জেলা প্রশাসন নির্বাচন দপ্তরের এবং রাজ্য ও কেন্দ্র নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে নিজের উদ্যোগেই নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে লোকসভা ভোটে সাধারন মানুষকে সচেতন করতে বাউলগান গেয়ে পথে নেমে পড়েছেন। বাঁকুড়া জেলা ও বাঁকুড়া শহরের পথে পথে সাধারণ মানুষকে বাউল গানের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য সচেতন করছেন বাউল শিল্পী স্বপন দত্ত। প্রাক্তন রাষ্ট্রপতির প্রসংশিত ও আশির্বাদ ধন্য পূর্ব বর্ধমান এর বাউল শিল্পী স্বপন দত্ত এক হাতে একতারা নিয়ে ও অন্য হাতে কোল ডুগী বাজিয়ে নিজের লেখা ও নিজের সুরে বাউল গান গেয়ে ভোট সচেতন করছেন বাঁকুড়া শহরের মাচানতলা ও ডি এম অফিস চত্বরে। স্বপন দত্ত নিজের লেখা ও নিজের সুরে বাউল গানের মাধ্যমে তার মূল্যবান বক্তব্যে বলছেন নিজের ভোট নিজে দাও, ভোট নষ্ট কেউ কোরো না। শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ কেউ কোরো না।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বপন দত্ত বাউল বলেন আমি বাঁকুড়া জেলার জমজমাট লোকালয়ে ভোট সচেতন করে জনগণের কাছে অনেক অনেক ভালোবাসা পেলাম। আমি সারা রাজ্যের জেলায় জেলায় ঘুরে ঘুরে আমি বাউল গানের মাধ্যমে ভোট সচেতন করব এর জন্য কারো কাছে কোনো পারিশ্রমিক নেবনা জেলা, রাজ্য ও দেশকে ভালোবেসে। আমি এর আগেও নিঃস্বার্থ ভাবে বিনা পারিশ্রমিকে লোক সভা, বিধান সভা, পঞ্চায়েত , পৌরসভা নির্বাচন গুলিতে ভোট সচেতন করে বহুল প্রশংসিত হয়েছিলাম। নিজের ভোট নিজে দাও শান্তিপূর্ণ ভোট দাও এই শান্তির বার্তা শুনে বাউলের নিঃস্বার্থ প্রচেষ্টাকে বাঁকুড়া জেলার মানুষ সাধুবাদ জানিয়েছেন।