eaibanglai
Homeএই বাংলায়সাবধান! শিবরাত্রিতে এই দুটো রঙের কাপড় ভুলেও পরবেন না

সাবধান! শিবরাত্রিতে এই দুটো রঙের কাপড় ভুলেও পরবেন না

সঙ্গীতা চৌধুরী: – শিবরাত্রির দিন কী করবেন আর কী করবেন না তাই নিয়ে যেমন মানুষের মধ্যে মাথা ব্যথার শেষ থাকে না! একই রকম ভাবে শিবরাত্রির দিন কী রংয়ের পোশাক পরবেন তা নিয়েও স্বাভাবিক ভাবেই একটা চিন্তা থেকে যায়,এই নিয়েই জ্যোতিষ শ্রী পঙ্কজ শাস্ত্রী মহাশয়ের সাথে কথা হচ্ছিলো। শিবরাত্রির দিন তিনি বিশেষভাবে উল্লেখ করলেন যে,শিব রাত্রির দিন দুটি রঙের কাপড় যেন আমরা না পরি। একটি হলো লাল রং, অপরটি হলো কালো রং। পঙ্কজ শাস্ত্রীর কথায়, কালো রং জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এবং সনাতন ধর্ম অনুযায়ী সব ক্ষেত্রেই একটা নেগেটিভ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাই শিবরাত্রির দিন কালো রং পরা উচিত নয়।

অন্যদিকে লাল রঙের ক্ষেত্রে তিনি বলেন, প্রত্যেকটি দেব দেবীরই কিছু পছন্দ এবং অপছন্দের রং থেকে থাকে। যেমন মা কালীকে আমরা লাল রঙের জবা দিই, কারণ মায়ের লাল রঙ পছন্দ, দেবাদিদেব মহাদেবের ক্ষেত্রে ঠিক তার উল্টো, ভোলে বাবা লাল রং পছন্দ করেন না। সেক্ষেত্রে শিবরাত্রির দিন ভোলেবাবার পছন্দ অনুযায়ী সাদা এবং গেরুয়া রঙের কাপড় পরা যেতে পারে। আবার একজন এয়োস্ত্রী মানুষ পুরো সাদা রঙের কাপড় পরতে পারেন না, সেক্ষেত্রে লাল রঙের ছোঁয়া থাকতে পারে কিন্তু মাথায় রাখতে হবে, লাল রংটাই যেন ম্যাক্সিমাম অংশে না থাকে। সাদা কাপড়ের মধ্যে একটু লালের ছোঁয়া থাকতে পারে। কিন্তু পুরোটাই লাল রং তার মধ্যে একটু সাদা সেটা চলবে না। তবে খুব ভালো হয় যদি শিবরাত্রির দিন লাল এবং কালো এই দুটো রঙকে পুরোপুরি এভোয়েড করে গেরুয়া রঙের কাপড় পরতে পারেন। কারণ গেরুয়া রং একজন সধবা মানুষের পরতেও কোন অসুবিধা থাকার কথা নয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments