eaibanglai
Homeএই বাংলায়উল্টো রথের আগে অবধি ভুলেও এই ১০ টি কাজ করবেন না

উল্টো রথের আগে অবধি ভুলেও এই ১০ টি কাজ করবেন না

সঙ্গীতা চ্যাটার্জী, তারকেশ্বর: – ৭ ই জুলাই রথযাত্রা মহোৎসব ছিলো, এখন জগন্নাথ মাসির বাড়ি রয়েছেন, ঠিক আট দিন পরে উল্টোরথ হবে। আমাদের সনাতন শাস্ত্র অনুযায়ী এই এমন কতগুলো কার্য আছে যেগুলি এই সময় না করাই উচিত। চলুন জেনে নিই, রথযাত্রা থেকে উল্টো রথের দিন অবধি কোন কোন কার্য করা চলে না?

১। অনেকেই এই ভুলটা করে থাকেন, কিন্তু মাথায় রাখবেন যে, রথ যাত্রার দিনে বা জগন্নাথ দেব যখন মাসির বাড়ি আছেন তখন তাকে দর্শন করার জন্য সেই স্থানে কখনোই জুতো পরে যাবেন না। যদি কোন মঞ্চের মধ্যে মাসির বাড়ি করে জগন্নাথ দেবকে রাখা হয় , আর সেই জায়গাটা যদি আপনার পায়ে হাঁটা দূরত্বে না হয়, তাহলে মঞ্চে প্রবেশের আগে এমন কোথাও জুতো জোড়া খুলে রাখুন, যাতে জগন্নাথ দেবের দৃষ্টি পথের সোজাসুজি সেটা না হয়।

২। এই দিন গুলোতে কখনোই দেরী করে ঘুম থেকে ওঠা উচিত নয়। চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্র দশবার হলেও জপ করতে।

৩। রথযাত্রার দিন থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত গরীব, অসহায়, দরিদ্র ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দেবেন না।

৪। এই সকল দিনে কাউকে মনে কষ্ট দিয়ে কথা বললে স্বয়ং প্রভু শ্রী জগন্নাথ মনে আঘাত পান।

৫। এই দিনে ভুলেও বৈষ্ণব অপরাধ করবেন না, এটি সম্পূর্ণ ক্ষমার অযোগ্য।

৬।‌ রথযাত্রার দিনে তাস, জুয়া, নেশা জাত দ্রব্য ও স্ত্রী সঙ্গম করা যাবে না, এতে প্রভু শ্রীজগন্নাথ রুষ্ট হন।

৭। এই দিনে কালো পোশাক ভুলেও পরবেন না।

৮। এই দিনে কোনো পশু-পাখিকে কষ্ট দেবেন না, এতে প্রভু শ্রীজগন্নাথ কষ্ট পান।

৯।এই দিন কারো অনিষ্ট কামনা করবেন না।

১০। যদি কখনো মুখ থেকে দৈবাৎ কোনো খারাপ কথা বেরিয়ে যায় তাহলে ভগবানের কাছে তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে নিন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments