eaibanglai
Homeএই বাংলায়হাতির তাণ্ডব কমাতে নয়া কৌশল বন দপ্তরের

হাতির তাণ্ডব কমাতে নয়া কৌশল বন দপ্তরের

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বনের হাতি থাকবে বনেতেই। বুনো হাতির দল যাতে বনেতেই থাকে, লোকালয়ে ঢুকে তাণ্ডব না চালায় তার জন্য বিশেষ কৌশল গ্রহণ করল বাঁকুড়ার উত্তর বন বিভাগের বেলিয়াতোড় ফরেস্ট রেঞ্জ।

প্রসঙ্গত বাঁকুড়ার উত্তর বনবিভাগ এলাকার বড়জোড়া রেঞ্জ ও বেলিয়াতোড় রেঞ্জ এলাকায় হাতি করিডোর করা হয়েছে। বেলিয়াতোড় জঙ্গল সংলগ্ন যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেগুলি হাতি প্রবন এলাকা। বিভিন্ন সময় দেখা যায় জঙ্গলের মধ্যে খাবার না পেয়ে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে খাবারের সন্ধানে এবং ঘরবাড়ি ভাঙা সহ ফসলের ক্ষেত নষ্ট করে। এর ফলে প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় গ্রামের বাসিন্দাদের। এবার এই সাধারণ মানুষদের কথা ভেবে বনের মধ্যেই হাতিদের খাবারের ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বেলিয়াতোড় ফরেস্ট রেঞ্জের পক্ষ থেকে। উত্তরবঙ্গ থেকে বিশেষ ঘাস এনে লাগানো হচ্ছে জঙ্গল এলাকায় এবং হাতিদের প্রিয় খাবার ও খাবার যোগ্য যে সমস্ত দেশি ফলের গাছ রয়েছে যেমন কলা, কাঁঠাল, ইত্যাদি গাছ লাগানো হচ্ছে বেলিয়াতোড় রেঞ্জের জঙ্গলে।

বনদপ্তরের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। গ্রামবাসীদের আশা এরফলে বুনো হাতির দল জঙ্গলেই খাবার পেয়ে যাবে এবং গ্রামে ঢুকে হামলা চালাবে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments