eaibanglai
Homeএই বাংলায়বেলিয়াতোড়ের 'এক টাকার ডাক্তার বাবু'

বেলিয়াতোড়ের ‘এক টাকার ডাক্তার বাবু’

সংবাদদাতা,বাঁকুড়াঃ– বর্তমান সময়ে এক টাকার মূল্য কত? এক টাকায় কি পাওয়া যায়? এই সময়ে দাঁড়িয়েও বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ে দেখা মিলবে ‘এক টাকার ডাক্তার বাবু’র। এক টাকা ভিজিটে রোগী দেখেন কিনা, তাই ওই নামেই জনপ্রিয় তিনি।

সামাজিক অবক্ষয়ের এই যুগে ডাক্তাররা যখন ‘অমানবিক’ ‘টাকা চোষার মেশিন’ ইত্যাদি বিশেষণে ভূষিত হচ্ছেন তখন বেলিয়াতোড়ের বক্ষরোগ বিশেষজ্ঞ ডাঃ পি.ধল্ল সাধারণ মানুষের কাছে ভগবানের আখ্যা পেয়েছেন। এক টাকা ভিজিটিরে বিনিময়ে দিনে শয়ে শয়ে রোগী দেখে মানবিকতার নজির স্থাপন করেছেন তিনি। আর এই মহৎ কাজের জন্যে রাজ্য ও জাতীয় স্তরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের কাছ থেকে পেয়েছেন বহু পুরস্কারও।

ডাঃ পি ধল্ল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.বি.এস পাস করে, বক্ষ এবং হাঁপানি সংক্রান্ত বিষয়ে পোস্ট গ্র‍্যাজুয়েসেন কমপ্লিট করেন। তারপরে বাঁকুড়া জেলা পরিষদের মেডিক্যাল অফিসার হিসেবে যোগদান করেন। আর এরপর থেকেই সাধারণ মানুষের জন্য বিভিন্ন ক্যাম্প, শিবির, অনুষ্ঠানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে শুরু করেন। অবশেষে গত পাঁচ বছর ধরে বেলিয়াতোড়ের নিজে বাসভবনে সপ্তাহে একদিন এক টাকার ভিজিটে রোগী দেখতে শুরু করেন। বাঁকুড়া জেলা তো বটেই এমনকি পুরুলিয়া মেদিনীপুর,বর্ধমান জেলা থেকেও মানুষ ছুটে যান এই ধন্বন্তরীর কাছে। তবে আগামী দিনে প্রতিদিনই এই ফ্রি চিকিৎসা পরিষেবা প্রদানের ইচ্ছে আছে বলে জানিয়েছেন ডাক্তারবাবু, আর তার জন্য চলছে প্রস্তুতিও।

বর্তমান বস্তুবাদী যুগে সবাই যখন গাড়ি, বাড়ি, টাকা ,নাম যশের পিছনে দৌড়চ্ছে তখন এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত কেন? ডাঃ প্রিয়তোষ ধল্ল জানাচ্ছেন, “এখন ডাক্তাররা পয়সার পিছনে ছুটছেন ঠিকই, কিন্তু এটাও মনে রাখতে হবে ভগবানের আশীর্বাদধন্য বলে আমরা ডাক্তার হতে পেরেছি। সেই কৃতজ্ঞতা বোধ থকেই এই সেবার সিদ্ধান্ত। মানুষের আর্শীবাদ ও ভালোবাসা থেকে যে পরিতৃপ্তি পাওয়া যায় তা অর্থের বিনিময়ে মেলে না।”

এত ব্যস্ততার মধ্যেই প্রচুর লেখালেখিও করেন ডাঃ ধল্ল। ইতিমধ্যে চারটে বই লিখে ফেলেছেন। তার লেখা প্রকাশিত হয়েছে দুশোরও বেশী পত্রপত্রিকাতে।

ঈশ্বর আছেন, তবুও তিনি নেই। থেকেও ধরা দেন না, সাধারণের কাছে। ডাঃ প্রিয়তোষরা যেন সেই অধার অদৃশ্য ঈশ্বরেরই প্রতিরূপ। যাঁদের মধ্য দিয়েই প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে ঈশ্বরের প্রেম করুণা আর ভালোবাসা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments