জ্যোতিপ্রকাশ মুখার্জ্জী, কলকাতা -: একটা সময় সাধারণ মানুষের বিনোদন বলতে ছিল চলচ্চিত্র। কোনো এক অলস দুপুরে কাছাকাছি সিনেমা হলে উত্তম-সুচিত্রা বা অন্য কোনো জুটির চলচ্চিত্র উপভোগ করতে সিনেমা হলে গিয়ে হাজির হতেন গৃহবধূ থেকে শুরু করে প্রেমিক-প্রেমিকারা। কেবল দুনিয়া ও সহজলভ্য ইণ্টারনেটের সৌজন্যে সেসব এখন অতীত। বাড়িতে বা যত্রতত্র বসেই বিনোদন দুনিয়ার স্বাদ পাওয়া যায়। ফলে দর্শকের অভাবে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হল। নতুন মুখ তো দূরের কথা চলচ্চিত্র নির্মাতারা কার্যত নতুন চলচ্চিত্র নির্মাণ বন্ধ করে দিয়েছেন। এইরকম পরিস্থিতিতে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে নতুন জুটি সৈকত ও অনুদিপা অভিনীত এবং সমীর পণ্ডিত পরিচালিত বাংলা সিনেমা ‘ধোঁকাবাজ’।
সদ্য যৌবনে পা দেওয়া এক যুবক যখন রোমান্টিক সুরে প্রেয়সীর উদ্দেশ্যে ছুঁড়ে দেয় ‘আয়না খেপি খোপায় গুঁজে / লাল গোলাপের কুঁড়ি’ – তখন স্পষ্টতই বোঝা যায় চলচ্চিত্র প্রেমীদের জন্য অপেক্ষা করছে একটি মিষ্টি প্রেমের চলচ্চিত্র। একই সঙ্গে অনেকদিন পর টলিউড পেতে চলেছে একজোড়া নতুন মুখ। চলচ্চিত্রের জন্য যে সৌন্দর্যের প্রয়োজন সেটা পুরো মাত্রায় এদের মধ্যে আছে। নতুন জুটির সৌন্দর্য ও রোমান্টিকতার সঙ্গে তাল মিলিয়ে সুটিং স্পট হিসাবে বেছে নেওয়া হয়েছে বাঁকুড়ার জঙ্গল মহলের সৌন্দর্যকে। এটি সমস্ত শ্রেণির দর্শকদের হৃদয়ে ‘রামধনু রঙ মেখে’ প্রেমের আলাদা অনুভূতি সৃষ্টি করবে। প্রচলিত কিশোর-কিশোরীর প্রেমের সঙ্গে সঙ্গে সেই প্রেম প্রকৃতির সৌন্দর্য প্রেমের জগতে দর্শকদের পৌঁছে দেবে। স্বাভাবিক ভাবেই কাহিনীর মধ্যে কী আছে সেটা পুরোপুরি বলা না গেলেও নতুন জুটির ‘ধোঁকাবাজ’ আদ্যোপান্ত রোমান্টিক চলচ্চিত্র হতে চলেছে সেটা নিশ্চিতরূপে বলা যায়। সমস্ত শ্রেণির দর্শকদের মুগ্ধ করার মত উপাদান এটিতে আছে। ডি কে সলিলের কাহিনীকে আশ্রয় করে চিত্রনাট্য লিখেছেন পরিচালক স্বয়ং। সঙ্গীত পরিচালক হিসেবে দেখা যাবে প্রসেনজিৎ-সমীর ও মিলন-সুমন জুটিকে। চলচ্চিত্রটিতে পাঁচটি ভিন্ন স্বাদের গান আছে। চলচ্চিত্রটির মূল সুরের সঙ্গে তাল মিলিয়ে গায়ক-গায়িকা হিসাবে সুমন মৈত্র, অঙ্কিতা বসু, প্রসেনজিৎ চক্রবর্তী ও তনয়া ঘোষ যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। চলচ্চিত্রটির প্রযোজনার দায়িত্বে আছে লিলিপুট ও অঞ্জলী সৃজনশীল সংস্থা। জোরকদমে চলচ্চিত্রটির সম্পাদনা সহ অন্যান্য কাজ চলছে। ইতিমধ্যে তার পোস্টার মুক্তি পেয়েছে। শুধু পরিচালক বা প্রযোজক নন চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত প্রত্যেকেই এর সাফল্য সম্পর্কে চরম আশাবাদী। এখন দেখার নতুন মুখের হাত ধরে ‘ধোঁকাবাজ’ দর্শকদের আনুকূল্য কতটা পায়। নায়িকা সুন্দরী অনুদিপার বললেন, পরিচালকের নির্দেশে ও চিত্রনাট্যের দাবি মেনে কাহিনী ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করেছি। ‘ধোঁকাবাজ’ নাম হলেও আশাকরি দর্শকরা ধোঁকা খাবেননা।





