সঙ্গীতা চৌধুরীঃ- খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে আসছে একটি নতুন বাংলা চলচ্চিত্র , ছবির নাম নেমেসিস। এই ছবি এক রহস্য, এক প্রতিশোধ, আর এক অন্ধকার সত্য — সব মিলিয়ে আসছে বছরের সবচেয়ে আলোচিত থ্রিলার ‘নেমেসিস’। এই ছবিতে অভিনয় করছেন যুধাজিৎ সরকার, সৃতমা দে, সহজিয়া নায়েক, রজত মালাকার, অরিজিৎ লাহিড়ী ও শুভাশীষ ভূঁইয়া। এই ছবির সিনেমাটোগ্রাফার প্রমিত দাস ও পোশাক পরিকল্পনাতে রয়েছেন মুনমুন নায়ক। ছবির প্রতিটি মুহূর্ত রহস্যে ভরপুর এক শ্বাসরুদ্ধকর যাত্রা। ছবিটির পরিচালনা করেছেন অনির্বাণ সরকার ও ছবিটির প্রযোজনায় রয়েছেন, এস. রাম প্রোডাকশনস।
অভিনেতা হিসেবে নিজের বক্তব্য রাখতে গিয়ে অরিজিৎ লাহিড়ী বলেন,“নেমেসিস ছবিতে আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছি। এই ছবির পরিচালক হিসেবে আছেন অনির্বাণ সরকার, তার সঙ্গে আমি দীর্ঘদিন ধরে থিয়েটার করেছি। এটা ওনার প্রথম ফিচার ছবি, যেখানে আমি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি, এছাড়া আমি ওনার প্রধান সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছি। নেমেসিস হল সেই কালো প্রতিচ্ছবি, যে অন্যায় ভোলে না—শুধু সময় হলে ছায়ার মতো ফিরে আসে, শাস্তি দিতে নয়, শেষ করতে।”





