সঙ্গীতা চৌধুরীঃ- কালীপুজোর আগের দিনটিকে বলা হয় ভূত চতুর্দশী। এই দিন সন্ধ্যেবেলা প্রদীপ দেওয়া হয়। এই প্রদীপ দেওয়া হয় আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্য।
ভূত চতুর্দশীর দিন সন্ধ্যেবেলা কোথায় কোথায় চোদ্দ প্রদীপ দেবেন? বাড়ির ঠাকুরঘরে, তুলসীমঞ্চে প্রদীপ দেবেন। বাড়ির সদর দরজার দুইপাশে দুটো প্রদীপের মাঝে লবঙ্গ দিয়ে জ্বালাবেন ও বাড়ির যেখানে জলের ব্যবস্থা রয়েছে সেখানে প্রদীপ দেবেন। এ ছাড়া ঘরের মূল দরজার মাঝখানে একটা মাটির প্রদীপে সামান্য গুড় দিয়ে জ্বালাবেন। এছাড়া নিজের সৌভাগ্য বৃদ্ধি করবার জন্য ভূত চতুর্দশীর দিন বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ দিন। ভূত চতুর্দশীর দিন যমরাজের পুজো করবেন ও এইদিন সবসময় ঘরে আলো জ্বালিয়ে রাখবেন, ঘর কোনও মতেই অন্ধকার করে রাখবেন না। ভূত চতুর্দশীর দিন সকাল ও সন্ধ্যাবেলায় গীতা পাঠ করবেন। ভূত চতুর্দশীর দিন বাড়ি থেকে অশুভ শক্তি দূর করবার জন্য প্রদীপের মাঝে সৈন্ধব লবন, নিমপাতা, কালো সর্ষে, লবঙ্গ এবং কর্পূর ধুনোর সঙ্গে মিশিয়ে বাড়ির চারদিকে ঘুরিয়ে নিন। ভূত চতুর্দশীর দিন সকাল বেলায় লাল কাপড়ে একটু নুন আর কালো সরষে মুড়ে ভগবানের চরণে রেখে দিন, সন্ধ্যেবেলায় সেটা বাড়ির চার কোনায় ছিটিয়ে দিন, সমস্ত অশুভ শক্তি দূরে সরে যাবে।