শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ– বাইক চুরির তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল বাঁকুড়া জেলার ইন্দাস থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ১৪ টি বাইক। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।
পুলিশ সূত্রে জানা গেছে গত ২৩/০৭/২৪ তারিখে ইন্দাস থানার রোল গ্রামের এক বাসিন্দার বাড়ি থেকে একটি বাইক চুরি যায়। তিনি অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। এই তদন্তে নেমেই বাইক চুরি চক্রের হদিশ মেলে। সজল মণ্ডল, বিষ্ণু মণ্ডল এবং সোমনাথ বোস নামে তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা সকলেই পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানা এলাকার বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ১৪ টি চুরি যাওয়া বাইক উদ্ধার করা হয়। তদন্তে পুলিশ জানতে পেরেছে উদ্ধার হওয়া বাইকগুলি মূলত বাঁকুড়ার ইন্দাস,পাত্রসায়ের ও পূর্ব বর্ধমানের মেমারি ও খন্ডঘোষ থানা এলাকা থেকে চুরি করা হয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের জাল কতদূর ছড়িয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।