সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ- আজ ২৭শে জুন, আজ বিপত্তারিণী পুজো। আজকের দিনে বলবো বিপত্তারিণী পুজোর কিছু নিয়ম, যা প্রতিটি ব্রতচারিনীর অবশ্যই ভক্তি ভরে পালন করা উচিত।
ব্রতের দিন ফুল, মিস্টি, তেরটি লুচি, খেয়ে তারপরে উপোস ভাঙতে হয়। দেবী বিপত্তারিণীর পুজো দিতে হয় তেরো প্রকার ফল আর তোরো প্রকার ফুল দিয়ে। লাল সুতোয় তেরোটি গাঁট ও আট পাতার দুর্বা দিয়ে বেঁধে একটা ডুরি তৈরি করে মেয়েদের বাম হাতে ও ছেলেদের ডান হাতে পরতে হয়। এই লাল তাগা বা ডুরিকে সবাই রক্ষা কবচ মনে করে। পুজো হয়ে গেলে যজমানরা সাধ্যমতো দক্ষিণা দেন পুজারী ব্রাহ্মণকে। এই ব্রত পালন করলে অবশ্যই একটি নির্দিষ্ট সময়সীমা মেনে পালন করা উচিত।ভক্তরা সচরাচর বিপত্তারিণী ব্রত তিন বছর, পাঁচ বছর, নয়তো নয় বছর ধরে পালন করেন। একটা কথা অতি অবশ্যই মনে রাখবেন মা কালী শুধুমাত্র লাল জবাফুলে তুষ্ট হন, তাই মায়ের পায়ে আজকের দিনে অবশ্যই একটি লাল জবা অর্পণ করুন।
পুজো করতে গিয়ে যদি কোন ভুল ত্রুটি হয় বা নিয়ম পালনের ক্ষেত্রে যদি কোন ভুল ত্রুটি হয় তাহলে মায়ের কাছে পুজো শেষে করজোরে ক্ষমা চেয়ে নিন, কারণ তিনি আমাদের সকলের মা তিনি সকল ভুলের ক্ষমা করেন।