eaibanglai
Homeএই বাংলায়রোগ নিরাময়ে শান্তিনিকেতনে প্রকৃতির মাঝে গড়ে উঠছে আয়ুর্বেদিক আশ্রম

রোগ নিরাময়ে শান্তিনিকেতনে প্রকৃতির মাঝে গড়ে উঠছে আয়ুর্বেদিক আশ্রম

নিজস্ব সংবাদদাতা, শান্তিনিকেতনঃ– বর্তমানের সময়ে দ্রুতগতির জীবনে, মন, শরীর এবং আত্মার মধ্যে সমন্বয় বজায় রাখা একটি কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। যার ফল স্বরূপ দেখা দিচ্ছে শরীর মনের নানা সমস্যা ও রোগ। বিশেষত বাঙালিদের মধ্যে এখন দেখা দিচ্ছে গ্যাস্ট্রোএন্ট্রোলজি বা পেটের নানা সমস্যা। এছাড়া আরামদায়ক জীবনশৈলির জন্য ডাইবেটিস, হাঁটুর ব্যাথা,স্পন্ডালাইসিসের সমস্যা ও অল্প বয়সী মহিলাদের মধ্যে ওভারিয়ান সিস্টের সমস্যা এখন ঘরে ঘরে। পাশাপাশি ক্যান্সারের মতো মারণ রোগও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এলোপ্যাথি চিকিৎসায় এই সমস্ত রোগ থেকে সাময়িক স্বস্তি মিললেও ওষুধের সাইড এফেক্ট শরীরে কুপ্রভাব ফেলছে, যা পরবর্তীতে আবার নানা জটিল রোগ ডেকে আনছে। প্রচীন আয়ুর্বেদের মতে খাদ্যভ্যাস তথা জীবন শৈলি পরিবর্তন ও যোগ প্রণায়ামের মাধ্যমে মন, শরীর এবং আত্মার সমন্বয় তৈরি করে এই সমস্ত জটিল রোগের নিরাময় সম্ভব। তবে তার সঙ্গে আয়ুর্বেদ চিকিৎসারও প্রয়োজন। কেরল সহ দিক্ষিণ ভারতে বিভিন্ন আয়ুর্বেদ আশ্রমে স্বাস্থ্যকর জীবন শৈলি সহ আয়ুর্বেদ চিকিৎসায় নানা জটিল রোগের নিরাময়ের সুবিধা মিললেও আমাদের রাজ্যে এখনও সেভাবে তার সুযোগ নেই। এই বিষয়টি মাথায় রেখেই কেরলের বিখ্যাত ধ্বন্বত্বরী বৈদ্যশালার সহযোগীতায় ও পথ্যসাথী আয়ুর্বেদা সংস্থার উদ্যোগে শান্তিনিকেতনের সবুজ ঘেরা পরিবেশে গড়ে উঠছে একটি আয়ুর্বেদিক চিকিৎসালয় বা আশ্রম। সোনাঝুরি হাটের কাছে আদিবাসীপাড়ার ভালোবাসা বৃদ্ধাশ্রমের পাশেই বল্লভপুর ডাঙায় গড়ে উঠছে এই আয়ুর্বেদ আশ্রম। বিশ্বভারতীর অদূরে খোয়াইয়ের সোনাঝুরি হাটের কাছে চলবে এই কর্মকাণ্ড। যার মূল উদ্দেশ্যই হল খুব কম খরচে প্রকৃতির মধ্যে থেকে, প্রকৃতির সহচর্যে চিকিৎসা পরিষেবা দিয়ে রোগীকে সুস্থ করে তোলা। কেরল থেকে চিকিৎসক এবং কর্মীরা এসে এই আশ্রমে থাকবেন ও প্রকৃতির মাঝে সাবেকি আয়ুর্বেদ পদ্ধতিতে চিকিৎসার করবেন। যারা এই আশ্রমে চিকিৎসা করাতে আসবেন, তাদের আশ্রমেই থাকতে হবে। আর আশ্রমের কাছেই কোপাই। চিকিৎসার জন্য যারা আসবেন, তাদের দিন শুরু হবে ধ্যানের মাধ্যমে। এরপর নদীর পাড়ে বা সোনাঝুরির জঙ্গলে প্রাতঃভ্রমণ। এই কয়েকদিন ধূমপান বা মদ্যপান থাকবে পুরোপুরি নিষিদ্ধ। আশ্রমে বিদ্যুৎ সংযোগ এবং ইন্টারনেট পরিষেবা থাকবে। তবে মোবাইল, ল্যাপটপের মতো ইলেকট্রনিক গ্যাজেট যতটা সম্ভব না ব্যবহারের পরামর্শ দেওয়া হবেই বলে জানান উদ্যোক্তারা।

এই কর্মকাণ্ডের মূল রূপকার আবদুস সামাদ জানান, দক্ষিণ ভারতে থাকলেও পূর্ব ভারতে এই ধরনের প্রাচীন আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা ব্যবস্থার আর কোথায় সুযোগ নেই। পূর্ব ভারতের মধ্যে শান্তিনিকেতনেই এই প্রথম প্রকৃতির মাঝে গড়ে উঠছে রোগ নিরাময়ে আয়ুর্বেদিক আশ্রম। কর্তৃপক্ষের মতে আগামী মার্চ থেকেই এই আয়ুর্বেদিক চিকিৎসালয় বা আশ্রম থেকে অতি অল্প খরচে পরিষেবার সুযোগ পাবেন সাধারণ মানুষ। প্রসঙ্গত উল্লেখ্য উদ্যোক্তারা জানিয়েছেন, এই উদ্যোগ অলাভজনক। তবে থাকা-খাওয়া এবং চিকিৎসার জন্য নির্দিষ্ট মূল্য ধার্য করা হবে।

Contact: 7477797117/7477797118
www.pathyasathi.com

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments