নিজস্ব সংবাদদাতা,বীরভূমঃ- বীরভূম জেলার সিউড়ি শহরে হয়ে গেল পশ্চিমবঙ্গের স্বেচ্ছা রক্তদান আন্দোলনের সংশ্লিষ্ট সমাজ কর্মীদের ৩৬ তম রাজ্য সম্মেলন। ব্রত্যদিগের সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও ফেডারেশন অফ ভালান্টারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশনস(ওয়েস্ট বেঙ্গল) এর সহযোগিতায় সিউড়ি শহরের বীরভূম ইনডোর স্টেডিয়ামে আয়োজন করা হয় তিন দিনের এই সম্মেলন। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিল ময়ূরেশ্বর আম্বেদকর স্মৃতি সংঘ ও বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভা। রাজ্যের জেলায় জেলায় ৫৮ টি সদস্য সংগঠন, ৩৫টি সহকারী সংগঠন ও পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডের বিশেষ প্রতিনিধি সহ প্রায় ৩২৫ জন প্রতিনিধিদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
গত ১ ডিসেম্বর প্রদীপ প্রজ্জ্বলন এবং স্মরণিকা উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই সম্মেলন। এবছর সম্মেলনের স্লোগান ছিল “সমুখপানে গ্রাম থেকে নগর, নতুন দিশা হোক রক্তদানের সফর”। সম্মেলনে ১২ টি অধিবেশনের মধ্য দিয়ে আগামী দিনের রক্তদান আন্দোলনের নতুন পথ খোঁজার চেষ্টা করা হয়। এই অধিবেশনগুলিতে একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। যেমন রক্তদান শিবির বৃদ্ধি করার লক্ষ্যে শুধুই শহর কেন্দ্রিক মানসিকতা না রেখে তা প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিভাবে রক্তদান নিয়ে সচেতনতা গড়ে তোলা যায় তার একটি নতুন রূপরেখা নিয়ে আলোচনা, যুব রক্ত দাতাদের রক্তদানের প্রতি উদার্ত আহ্বানের পাশাপাশি একজন প্রথম রক্তদাতাকে নিয়মিত রক্তদাতা হিসেবে কিভাবে গড়ে তোলা যায় তার বিশ্লেষণ,সমাজের বুকে থ্যালাসিমিয়া এবং হিমোফিলিয়া নিয়ে আরো সচেতনতা বৃদ্ধি কিভাবে করা যায ইত্যাদি যা আগামী দিনের স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে আরো সমৃদ্ধ করবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।
গত ১লা ডিসেম্বর থেকে ৩রা ডিসেম্বর পর্যন্ত চলতে থাকা এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ অধ্যাপক ডঃ সামিরুল ইসলাম, বীরভূম জেলার জেলাশাসক বিধান রায়, জেলার পুলিশ সুপার রাজ নারায়ন মুখার্জী, জেলা সভাধিপতি ফায়জুল হক (কাজল শেখ), স্মরজিৎ রায় (অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, রাজ্য স্বস্থ্য দপ্তর রক্তদান শিবির), জেলার মুখ্য শাস্ত্র আধিকারিক হিমাদ্রি কুমার আরী, জেলার অতিরিক্ত জেলাশাসক কৌশিক সেন, সিউড়ি পুরসভার পৌর প্রধান উজ্জ্বল চ্যাটার্জি, জেলার ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ শেখ আক্তার আলী, অভিষেক মিত্র বিডিও ময়ূরেশ্বর, দেবাশীষ ঘোষ ইন্সপেক্টর ইনচার্জ সিউড়ি থানা সহ বিশিষ্ট অতিথিবর্গ।