নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বাংলা সাহিত্য জগতের অমর কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৬ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হল ২৭ জুলাই সন্ধ্যায়, দুর্গাপুর নগর নিগম বিধানচন্দ্র সভাগৃহে। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুর পরিষদ মিউজিক্যাল একাডেমীর সভ্যসভ্যাবৃন্দ। তারাশঙ্করের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়। স্বাগত ভাষণ দেন তাঁর পৌত্র সৌম্যশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বিষয়ক আলোচনায় অংশ নেন – বিশিষ্ট অধ্যাপক তথা রবীন্দ্র গবেষক অমিত্রভূষন ভট্টাচার্য্য, প্রাবন্ধিক অরুন মুখোপাধ্যায়, নবীন কথাকার মণিশঙ্কর, মিত্র ও ঘোষ প্রকাশনার অন্যতম কর্ণধার নূর আলম, দুর্গাপুর নগর নিগমের মূখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়,উদ্যোগপতি বিশ্ববিজয় সূত্রধর, সঙ্গীতশিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত,আবৃত্তিকার হৃদয় সাঁই, দুর্গাপুরের প্রগতিশীল সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের সুপরিচিত ব্যক্তিত্ব সুকমল ঘোষ সহ বহু উল্লেখযোগ্য মানুষেরা। অনুষ্ঠানে ২০২৪ সালের গনদেবতা,সপ্তপদী ও রাইকমল পুরষ্কারে সম্মানিত হন যথাক্রমে – অমিত্রভূষণ ভট্টাচার্য্য, শ্রী অরুন মুখোপাধ্যায় ও শ্রী মণিশঙ্কর।
অনুষ্ঠানে তারাশঙ্কর রচিত সঙ্গীত পরিবেশন করেন- প্রত্যুষা নন্দী এবং নাটক মঞ্চস্থ করেন বীরভূম সংস্কৃতি বাহিনী। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক ও গ্রন্থিক ছিলেন সূর্য্য মাইতি।