সংবাদদাতা, দুর্গাপুর:- ১ লা জুলাই ডা: বিধান চন্দ্র রায়ের জন্মদিন। এই দিনটিকে স্মরণে রেখে পালিত হয় জাতীয় চিকিৎসব দিবস। ড: বিধান চন্দ্র রায় একদিকে যেমন প্রখ্যাত চিকিৎসক ছিলেন, অন্যদিকে তেমনই রাজনীতিবিদ হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্বভারও পালন করেছিলেন। তিনি ১৪ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর জন্ম ১৮৮২ সালের ১ জুলাই ও মৃত্যু দিবস ১৯৬২ সালের একই দিনে। সারা রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে দুর্গাপুরেও মহকুমা কংগ্রেস সেবাদলের পক্ষ থেকে নব বাংলার রুপকার বাংলার প্রয়াত মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের প্রয়াণ দিবস ও ১৪২ তম জন্ম বার্ষিকী পালন করা হয়।
রঘুনাথপুর কংগ্রেস সেবাদল কার্যালয়ে এক অনুষ্ঠানে বিধান রায়ের প্রতিকৃতিতে ফুল ও মাল্যদানের মাধ্যমে বাংলার রুপকার কে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তরুণ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবাদলের সভাপতি অমল হালদার, আই এন টি ইউ সি নেতা রানা সরকার, পূর্ণেন্দু পান্ডা, সংগঠনের যুব নেতা সিকান্দার আলী, সুব্রত ঘোষ সহ সংগঠনের অন্যান্য কর্মী ও সদস্যরা। এখানে বিধান রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্যে প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তরুণ রায় বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ডাক্তার বিধান চন্দ্র রায়ের মতো একজন ব্যক্তিত্বের ভীষন অভাব বোধ হয়। তার দূরদর্শিতা এবং বাংলার উন্নয়নে কাজ করার নি:স্বার্থ প্রয়াস আজও আমাদের কাছে আদর্শ। সরাসরি রাজনীতিবিদ না হয়েও তিনি ছিলেন বাংলার একজন সফল মুখ্যমন্ত্রী। শুধু ভবিষ্যত প্রজন্মের কাছে নয়, বর্তমান রাজনীতিবিদদের কাছেও বিধান চন্দ্র রায়ের কর্মজীবন এক আদর্শ।