সঞ্জীব মল্লিক , বাঁকুড়া : রোগীরা সুস্থ হতে আসেন । আর সেই রোগীই সুস্থ হতে এসে যদি আরও অসুস্থ হয়ে পরে তাহলেও অবাক হওয়ার কিছি নেই। বর্তমানে এমনই ভয়াবহ অবস্থা বিষ্ণুপুর সুপার স্পেশানিটি হাসপাতালের। হাসপাতালে ঢোকার সঙ্গে সঙ্গে চোখে পড়বে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা নোংরা আবর্জনা, আবার কোথাও জমে রয়েছে দীর্ঘ দিনের নোংরা জল। একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হয়েছিল কিন্তু রক্ষনাবেক্ষনের অভাবে সেই প্রকল্প আজ মুখ থুবড়ে পড়ছে। সত্যিই স্বাস্থ্যকর হাসপাতালের ছবি এরকম হতে পারে না। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে জীবাণু সংক্রমণ। জন্মাচ্ছে প্রাণঘাতি ডেঙ্গির মতো বিপজ্জনক মশা। প্রশ্ন উঠেছে হাসপাতাল চত্বরের এহেন দূরবস্থা কি হল। এর উত্তর খুঁজতে ওই হাসপাতালের সুপারের সঙ্গে দেখা করতে গেলেও দীর্ঘক্ষণ প্রতীক্ষার পরেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর আমরা যোগাযোগ করি বিষ্ণপুর মহকুমা শাসকের সঙ্গে। তিনি জানান, ইতিমধ্যেই হাসপাতাল গেটের সামনে রাস্তার ধারে যে নর্দমা রয়েছে সেটিকে সংস্কারের জন্য পূর্ত দফতরকে বলা হয়েছে এবং বাঁকুড়া মিউনিসিপ্যালিটির সাথে কথা বলে তাদের ডাম্পিং গ্রাউণ্ডে নোংরা আবর্জনা ফেলার ছাড়পত্র পাওয়া যায় কিনা সেবিষয়েও কথাবার্তা চলছে। বিষ্ণুপুর পৌরসভার চ্যায়ারম্যান শ্যাম মুখার্জীর সাথে যোগায়োগ করলে তিনি বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দেন।