সংবাদদাতা, বাঁকুড়া:- সিকিমের লাচেনে দুর্যোগে আটকে বাঁকুড়ার দ্বারিকা গ্রামের যুবক বছর ২৪ এর শেখ সুমন। সেখানে একটি বেসরকারি নির্মাণ সংস্থায় কর্মরত পেশায় সিভিল ইঞ্জিনিয়ার সুমন। গত শনিবার তার সঙ্গে শেষবারের মতো ফোনে কথা বলেছিলেন পরিবারের সদস্যরা। উদ্বেগ আর উৎকন্ঠায় পরিবার।
পরিবার সূত্রে জানা গেছে প্রায় প্রতিদিনই একবার হলেও পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলেন সুমন। গত শনিবার সন্ধ্যায় শেষবারের মতো তার সঙ্গে পরিবারের সদস্যদের কথা হয়। সে সময় সুমন জানান সিকিমে প্রবল বৃষ্টি হচ্ছে তাই সংস্থার কাজ সাময়িক বন্ধ থাকায় তারা সংস্থার দেওয়া আবাসনেই রয়েছেন। তারপর থেকে আর সুমনের সঙ্গে যোগাযোগ করতে পারেনি তার পরিবার। সুমেনর ফোন তারপর থেকে বন্ধ রয়েছে। বিষ্ণুপুর থানা ও বাঁকুড়া জেলা প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন ভাবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বিফল হয়েছেন। ফলে একরাশ উদ্বেগ আর উৎকন্ঠায় নিয়ে আপাতত সুমনের একটি ফোনের অপেক্ষায় তার পরিবার। অন্যদিকে বিষ্ণুপুর ব্লকের তৃণমূলের সভাপতি জানান রাজ্য সরকার চেষ্টা করছে সুমনের সঙ্গে যোগাযোগ করার, যত দ্রুত সম্ভব তাকে রেসকিউ করে বাড়ি আনা হবে।
প্রসঙ্গত বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের দ্বারিকা গ্রামের বাসিন্দা সুমন ছোটবেলায় তার মা বাবাকে হারায়। জেঠু এবং জেঠিমার কাছেই বড় হয় সে। উচ্চমাধ্যমিক পাস করার পর বিষ্ণুপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল বিভাগে ডিপ্লোমা নিয়ে পাশ করেন তিনি। তার অল্পদিনের মধ্যে বেসরকারি সংস্থায় চাকরি পান। প্রথম পোস্টিং হয় ওড়িশায়। সেখান থেকে মাস পাঁচেক আগে সিকিমের লাচেনে একটি বেসরকারি নির্মাণ সংস্থার কাজে যোগ দেন তিনি।