নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ফের রাতের অন্ধকারে মন্দিরে চুরির ঘটনা। মন্দিরের তালা ভেঙে এক বা একাধিক দুষ্কৃতি মন্দিরের ভেতর থেকে লক্ষাধিক টাকা সোনার অলঙ্কার লুঠ করে চম্পট দিল। ঘটনা বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের। জানা গেছে, ৯৯৭ খ্রিষ্টাব্দে মল্লরাজ জগদমল্ল কর্তৃক মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মল্লরাজাদের আমলে তৈরী প্রাচীণ এই মৃন্ময়ী মন্দিরে প্রত্যেক দিন বহু ভক্ত তাদের মনোস্কামনা নিয়ে আসেন। মঙ্গলবার রাতে এহেন মন্দিরেই দুঃসাহসিক চুরির ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের বয়ান থেকে জানা গেছে, বুধবার সকালে মন্দিরে প্রত্যেক দিনের মতো পুজো দিতে গিয়ে এলাকাবাসীরা দেখেন মন্দিরের তালা ভাঙা। ভেতরের সমস্ত সামগ্রী কেউ বা কারা তছনছ করে দিয়েছে। মায়ের প্রতিমা সজ্জিত লক্ষাধিক টাকার অলঙ্কার নেই। ঘটনার পর মল্ল রাজপরিবার থেকে প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। তাদের অভিযোগ ২০১৭ সাল থেকে মন্দিরে স্থায়ী নিরাপত্তারক্ষী নিয়োগের দাবি জানানো হলেও তা আজও পূরণ করা হয়নি। যার জেরে মঙ্গলবার রাতে মন্দিরে চুরির ঘটনা ঘটলো। বিষ্ণুপুর থানায় চুরির ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।