সংবাদদাতা,বাঁকুড়াঃ- বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত থাকা অভিযোগে এ রাজ্যের শাসকদলের একাধিক নেতা মন্ত্রীদের জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে গ্রেফতারও হয়েছেন একাধিক নেতা মন্ত্রী। এবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের বিধায়ক কার্যালয় এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা একটি রাইস মিল ও মদের দোকানে, এই তিন জায়গায় একসঙ্গে হানা দিল আয়কর দপ্তরের আধিকারিকরা। এদিন সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী কড়া প্রহরায় চলে এই অভিযান। মঙ্গলবার দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালে তিন জায়গাতেই। সূত্র মারফত খবর আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগের ভিত্তিতেই এদিনের অভিযান।
প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনে এই তন্ময় ঘোষ বিষ্ণুপুর বিধানসভা থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেন এবং ফলাফল ঘোষণার পরবর্তী সময়ে কয়েক মাসের মধ্যে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । তবে খাতায়-কলমে এখনো তিনি বিজেপির বিধায়ক হিসেবেই রয়েছেন । এদিন তার কার্যালয়ে কেন্দ্রীয় এজেন্সি হানা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়।