সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ার বিষ্ণুপুরে এক আদিবাসী যুবতীকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনা বিষ্ণুপুর থানার মড়ার গ্রাম পঞ্চায়েতের হারাবতী গ্রামের। জানা গেছে বৃহস্পতিবার দুপুরে ধান রোপণের কাজ সেরে বাড়ি ফিরছিলেন বছর ৩১-এর ওই আদিবাসী যুবতী। সেই সময় তার পথ আটকায় স্থানীয় তিন যুবক। অভিযোগ, তাদের মধ্যে একজন যুবক যুবতীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নির্যাতিতার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পরে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশ দ্রুত অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা করে পুলিশ।





