সংবাদদাতা, বাঁকুড়াঃ শূকরের কামড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক সহায়সম্বলহীন বৃদ্ধার। মৃতার নাম করুণা কর্মকার (৮৪)। বাঁকুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের লালবাজার এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, বাড়িতে একাই থাকতেন ‘অসূস্থ’ বৃদ্ধা করুণা কর্মকার। মূলতঃ পাড়ার লোকেরাই তাঁকে দেখাশোনা করলেও তাঁর ছেলে ও মেয়ে এসে মাঝে মধ্যে দেখে যেতেন। কিন্তু ‘অসুস্থ’ ওই বৃদ্ধার ‘শূকরের কামড়েই মৃত্যু হয়েছে’ বলে স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে।
স্থানীয় কাউন্সিলর অভিজিৎ দত্ত-ও বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, এই এলাকা ‘শূকরের আখড়ায় পরিনত হয়েছে, লালবাজারের প্রতিটা গলিতেই শূকরের অবাধ বিচরণ’। যে ঘটনা আগে কখনো হয়নি সেটাই হলো, শূকরের কামড়ে এক বৃদ্ধার মৃত্যু হলো। অবৈধভাবে শূকর চাষের জন্যই সমস্যা বাড়ছে। পৌরসভার তরফে একাধিকবার এবিষয়ে মাইকিং করা হয়েছে, পরিকাঠামোর অভাবে ব্যবস্থা নেওয়া যায়নি। এবার বোর্ড মিটিং এবিষয়ে আলোচনা হবে। এছাড়াও এক্ষেত্রে ‘পৌরসভার যথেষ্ট দায়িত্ব রয়েছে’ বলেও তিনি জানান।