সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়ার বড়জোড়ায় এসে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন রাজ্য বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বড়জোরা বিধানসভার এক নম্বর মণ্ডলের পল্লীশ্রী কলোনিতে সিএএ এর সমর্থনে অভিনন্দন সভাতে যোগ দিতে এসে রাজ্য সরকারকে তুলোধোনা করলেন তিনি। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে নাম না করে কটাক্ষ করে বলেন, বহুরূপী সাজতে জানেন কখনও নিকাব পরছে কখনো খ্রিস্টান গির্জায় গিয়ে নানান ড্রেস পরছে। কিন্তু বেসিক থিংস হচ্ছে একটা মানুষ যখন জন্মায় প্রথম হচ্ছে তার মা-বাবা, তারপর তার দেশ তারপর হচ্ছে তার ধর্ম। এই দিনটিকে মেনে চলতে হয়। আমরাও সমস্ত ধর্মকে সম্মান করি। কিন্তু আমরা গর্বের সঙ্গে হিন্দু ধর্ম পালন করি কারণ ভগবান আমাদের হিন্দু ধর্মে জন্ম দিয়েছে। এছাড়াও প্রশাসন কেউ এক হাত নেন তিনি, তিনি বলেন বর্তমানে প্রশাসনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। দোষ পুলিশদের নয় আজকে যে পুলিশদের মানুষ অবজ্ঞা করছে ছিঃ ছিঃ করছে, আপনি দেখবেন যে দিন আমরা ক্ষমতায় আসব এই পুলিশ অফিসারদের দিয়েই আমরা এমন সুন্দর প্রশাসন সাজাবো তখনই পুলিশ অফিসারদের গিয়ে জনগণ মালা পড়াবে। কারন পরিচালনা করাটাই আসল জিনিস। সিএএ এর ভূয়শী প্রশংসা করে তিনি বলেন মতুয়া সম্প্রদায়ের মানুষের জীবনে নতুন সূর্য উঠেছে সি এ এ আইনের মাধ্যমে। কারন ভারতীয় রাজনীতিতে নতুন সূর্য এসে গেছে। আকাশে যেমনি একটাই সূর্য হয় ভারতীয় রাজনীতিতে এখন একটাই সূর্য তার নাম নরেন্দ্র মোদি।