সোমনাথ মুখার্জি,লাউদোহা – বৃহস্পতিবার সকাল থেকেই জেলা জুড়ে জায়গায় জায়গায় চলছে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি। বিজেপির দাবি রাজ্যের তৃণমূল সরকার পঞ্চায়েত স্তরে সঠিক ভাবে কাজ করছেনা এবং যেভাবে শাসক দলের নেতা নেত্রীরা সাধারণের কাছ থেকে কাট মানি খেয়ে বসে আছে ,সেগুলি ফেরতের দাবীতে ব্লকে ব্লকে ব্লক সমষ্টি আধিকারিক কে স্মারক লিপি প্রদান করা হল বিজেপির তরফে । এর ব্যতিক্রম নয় দূর্গাপুর ফরিদপুর ব্লক , পান্ডবেশ্বর ব্লক ও অন্ডাল ব্লকে স্থানীয় বিজেপির তরফে স্মারকলিপি প্রদান করা হল। পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক অপূর্ব হাজরা বলেন ,যেভাবে তৃণমূল সরকার সরকার চালাচ্ছে , ব্লকে ব্লকে তৃণমূল নেতারা কাট মানি খেয়ে বসে আছে ,সেটা কোনও ভাবেই মেনে নেওয়া যায়না । এ
রাজ্যে থেকে যতদিন তৃণমূল সরকারকে হটাতে না পারছেন ততদিন এই আন্দোলন চলবে বলে জানান অপূর্ব বাবু। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ছিল প্রস্তুত। নামান হোয়েছিল প্রচুর পুলিশ,সিভিক ভলেন্টিয়ার ও কমব্যক্ট ফোর্স। অন্ডাল, পান্ডবেস্বরও লাউ দোহার দূর্গাপুর ফরিদপুর ব্লকে শান্তিপূর্ণ ভাবেই বিজেপির বিক্ষোভ কর্মসূচি পালিত হলো।