সংবাদদাতা, রামপুরহাট :- গ্রেফতার হলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সহ সভাপতি ধ্রুব সাহা। রবিবার তাকে আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। চলতি বছরের ২৫ জুন ময়ূরেশ্বরের ষাটপলসা গ্রামে তৃণমূলের কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ওই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে ২৮ জন সহ আরও অনেকে বলে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ সূর্যদেব ভল্লা এবং অনন্ত মোহন মণ্ডলকে গ্রেফতার করে। ওই ঘটনা ধ্রুব সাহার মস্তিষ্ক প্রসূত বলে পুলিশের দাবি। শনিবার রাতে নলহাটি থানার বানিওড় গ্রামে ঢোকার মুখে তাকে গ্রেফতার করে ময়ূরেশ্বর থানার পুলিশ। যদিও আদালতে দাঁড়িয়ে ধ্রুব সাহা বলেন, “মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে। আমি ধর্না মঞ্চে ছিলাম। রাতে সদাইপুর থানা থেকে জেলা সভাপতিকে জামিন করিয়ে বাড়ি ফিরছিলাম। তখনই পুলিশ আমাকে গ্রেফতার করে”। বিজেপির বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, “পুলিশ আমাদের নেতা কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। আমরা আইনি লড়াই চালিয়ে যাব”। জেলা পুলিশ সুপার শ্যামা সিং বলেন, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে”। অন্যদিকে নানুর বিধানসভা থুপসরাগ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপুর গ্রামে গুলি বিদ্ব বিজেপি কর্মী স্বরূপ গড়াইর বাড়ি তে বিজেপি রাজ্যে নেতৃত্ব মকুল রায়, বিশ্বপ্রিয় রায় চৌধূরি বোলপুর লোকসভার প্রাক্তন সংসদ অনুপম হাজরা পরিবারের সদস্যদের দেখা করেন। মৃত স্বরূপ গড়াই ছেলে মেয়েদের পঠন পাঠনের জন্য একটি চেক তুলে দেন বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল।