সংবাদদাতা,বাঁকুড়াঃ- লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই বাঁকুড়ার কোতুলপুরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি। অভিযোগ, মঙ্গলবার রাতে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের সিহড় পঞ্চায়েতের লালবাজারে দু-জন বিজেপি কর্মীর উপর আচমকা হামলা চালায় তৃণমূলের গুন্ডাবাহিনী।
বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী তথা সাংসদ সৌমিত্র খাঁ বলেন, কোতুলপুরে তৃণমূলের ব্লক সভাপতি তরুণ নন্দীগ্রামীর নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনী বিজেপি কর্মীদের মারধর করে। ঘটনায় আহত দুই বিজেপি কর্মী। তাই কোতুলপুর বিধানসভায় দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবী জানান এবং তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। তারপর সৌমিত্র খাঁ নিজে উপস্থিত থেকে কোতুলপুর থানায় এই ঘটনার লিখিত অভিযোগ জানান।
প্রসঙ্গত, দু-দিন আগেই সিহড় অঞ্চলে তৃণমূলের এক পথসভায় তৃণমূল ব্লক সভাপতি তরুণ নন্দীগ্রামী মঞ্চ থেকে প্রকাশ্যে সৌমিত্র খাঁ’য়ের উদ্দেশ্যে ঝাঁটা পেটা করার নিদান দেন। তার পরের দিনেই সৌমিত্র খাঁ ওই এলাকায় গিয়ে ভোট প্রচার করেন এবং তিনি ওই এলাকা ছেড়ে বেরিয়ে আসার পরেই এই ঘটনা ঘটে।
কোতুলপুরের তৃণমূল ব্লক সভাপতি তরুণ নন্দীগ্রামী বলেন, এই ধরনের মারপিটের ঘটনা ঘটেছে তিনি জানেনই না। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে সেটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে হয়েছে এমনটাই তিনি দাবি করেন।
গত পঞ্চায়েত নির্বাচনে কোতুলপুর বিধানসভাতে শাসক দল তৃণমূল বিরোধীদের নমিনেশন করতে বাধা দিয়েছিল। ফলে কোতুলপুরের পঞ্চায়েত নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল সাধারণ মানুষ। পঞ্চায়েত ভোটের মতো লোকসভা ভোটেও কি সেই সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হবে এই ভেবে সিঁদুরে মেঘ দেখছেন তারা। ভোট ঘোষণার আগেই তৃণমূলের এই সন্ত্রাসের ফলে আতঙ্কিত এলাকাবাসী।