সংবাদদাতা, আসানসোলঃ- বিস্ফোরণে কেঁপে উঠলো চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারখানা সংলগ্ন প্রায় দুই কিলোমিটার অঞ্চল কেঁপে ওঠে। পাশাপাশি কারখানার শেড উড়ে যায়। এমনকি কারখানা থেকে প্রায় দু কিলোমিটার দূরে একটি পেট্রোল পাম্প অঞ্চলেও বিকট শব্দের সঙ্গে কম্পন অনুভূত হয়।
কারখানা সূত্রে জানা গেছে এদিন বেলা প্রায় পৌনে বারোটা নাগাদ রেল কারখানার স্টিল ফাউন্ড্রির শপের একটি ফার্নেসে ভয়ংকর ওই বিস্ফোরণ ঘটে। সেখানে রেল ইঞ্জিন উৎপাদনের জন্য বিভিন্ন যন্ত্রাংশ গলানো হয়। বিস্ফোরণের জেরে ফাউন্ড্রির শপের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার ও এক ঠিকা কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার সংবাদ পাওয়া মাত্রই কারখানার জেনারেল ম্যানেজার সতীশ কুমার কাশ্যপ ছুটে যান। তিনি সমস্ত বিষয়ে সকলকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার জন্য আবেদন জানান। অন্যদিকে বিস্ফোরণের ঘটনায় কারখানা কর্তৃপক্ষকে দায়ী করে সরব হন সিআরএমসি নেতা ইন্দ্রজিৎ সিং । তিনি বলেন স্টিল ফাউন্ড্রি শপের সমস্ত অভিজ্ঞ টেকনিশিয়ান অপারেটরদের রেল কর্তৃপক্ষ অন্যত্র বদলি করে প্রাইভেট সংস্থার কর্মীদের দিয়ে কাজ চালাচ্ছে। অনভিজ্ঞতার জেরেই এত বড় দুর্ঘটনা ঘটে গেল বলে তিনি দাবি করেন। পাশাপাশি তিনি বলেন যদি ওই সময় আরও বেশি সংখ্যক কর্মী কাজে উপস্থিত থাকতো তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো।
এদিকে এত বড় বিস্ফোরণের ঘটনায় রেল কারখানা কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।