সংবাদদাতা, বুদবুদঃ- “পৃথিবীতে এসেছিস যখন একটা দাগ রেখে যা”বিশ্ববরেণ্য ভারতের প্রাণপুরুষ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিনের পুন্যলগ্নে পূর্ব বর্ধমান বুদবুদের নতুনপল্লী গ্রামে বিবেকানন্দ ক্লাবে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো আজকের এই দিনটি। তাদের আন্তরিক প্রচেষ্টায় প্রতিবছরের ন্যায় এই দিনটিতে স্বেচ্ছা রক্তদানের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানালো ক্লাবের সমস্ত সদস্যরা। আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো রক্তদান শিবির। এই শিবিরে বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেন। এই শিবিরে ৩ জন মহিলা সহ মোট ৩৩ জন রক্তদান করেন তাঁদের মধ্যে ১৩জন প্রথম বার রক্তদান করলেন। দুই পরিবারের মোট ছজন বাবা মা মেয়ে ও মা কাকা ও ভাইপো একসাথে রক্তদান করে স্বামীজীর প্রতি শ্রদ্ধা জানালেন। এই রক্তদান শিবিরের সার্বিক সহযোগিতায় ছিল মানকর স্বেচ্ছায় রক্তদাতা সংঘ ও দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল। এই মহতি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বুদবুদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী মনোজিত ধারা, বর্ধমান মেডিকেল কলেজের এম ও ডাঃ শামীম আনসারী, মানকর স্বেচ্ছা রক্তদাতা সংঘের সম্পাদক অঙ্কন দত্ত, দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস, সহ-সভাপতি পার্থপ্রতিম গুপ্ত, সম্মানীয় সদস্য মানষ মিত্র, তরুণ কুমার দত্ত, অমিত ঘোষ। ক্লাবের পক্ষ থেকে সমস্ত উপস্থিত সম্মানীয় অতিথিবর্গ ও স্বেচ্ছা রক্তদাতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ক্লাবের পক্ষ থেকে সম্পাদক সনাতন চক্রবর্তী ও সুমন দে।