নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের তৃণমূল পরিচালিত শানতোড় গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি এবং স্বজনপোষনের অভিযোগ। এই অভিযোগকে সামনে রেখেই শুক্রবার সকাল থেকে শান্তর গ্রাম পঞ্চায়েতে ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী-সমর্থকরা। দীর্ঘক্ষন পঞ্চায়েত প্রধানের সঙ্গে আলোচনা করেও সদুত্তর না পাওয়ায় বিজেপি কর্মী-সমর্থকরা পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের অভিযোগ, এলাকাবাসীদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে ১০০ দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি চালিয়ে যাচ্ছেন শাসকদল তৃণমূল কংগ্রেস পরিচালিত এই শানতোড় পঞ্চায়েত অফিসে। তাই অবিলম্বে গ্রাম পঞ্চায়েতকে সরকারী সমস্ত আর্থিক সুযোগসুবিধা সরকারী তরফে দেওয়া হয়েছিল তার হিসেব সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে শুক্রবার বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয়। বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে এবং ১০০ দিনের কাজে ব্যাপক পরিমাণ আর্থিক দূর্নীতি হয়েছে। তাই অবিলম্বে সেই দূর্নীতি বন্ধে বিজেপির এই অভিযান চলবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে ১৬ সদস্যের এই পঞ্চায়েতে তৃণমূলের ৯ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল, একটি পেয়েছিল ফরওয়ার্ড ব্লক এবং বাকি ৬টি আসন বিজেপির দখলে রয়েছে।