eaibanglai
Homeএই বাংলায়সভার পাল্টা সভা, তৃণমূলের কর্মী সম্মেলন নিয়ে চড়ছে পারদ

সভার পাল্টা সভা, তৃণমূলের কর্মী সম্মেলন নিয়ে চড়ছে পারদ

সংবাদদাতা, বাঁকুড়া:- এবার বিজেপির দেখাদেখি পাল্টা কর্মী সম্মেলন করছে শাসক দল তৃণমূল। এমনই অভিযোগে শীতের মরশুমে রাজনৈতিক পারদ চড়ছে বাঁকুড়ার সোনামুখীতে। শাসক দলের সভা নিয়ে বিজেপির কটাক্ষ কেন্দ্রীয় প্রকল্পের মতো তাদের সাংগঠনিক কর্মসূচিকেও টুকলি করছে রাজ্যের শাসক দল। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি এটা তাদের রুটিন সভা।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে বিজেপির কেন্দ্রীয় সদস্য তথা মাহাগুরু মিঠুন চক্রবর্তীর রাঢ় বঙ্গ সফর ও একাধিক সভা সম্মেলনের কর্মসূচি নিয়েছে বিজেপি নেতৃত্ব। তারই অঙ্গ হিসাবে গতকাল শুক্রবার বাঁকুড়া জেলার সোনামুখীর নিত্যানন্দপুর মিনি মার্কেট সংলগ্ন মাঠে বিজেপির পক্ষ থেকে অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কে নিয়ে জেলা পঞ্চায়েত কর্মী সম্মেলন করা হয়। তাতে ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক। সেই সভা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই রাতারাতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মুখার্জি নিত্যানন্দপুর মিনি মার্কেট সংলগ্ন মাঠ পরিদর্শন করেন এবং জানান আগামী ২৭ এ নভেম্বর অর্থাৎ রবিবার ওই ময়দানেই তৃণমূলের কর্মী সম্মেলন হবে। আর সেখানেই উপস্থিত থাকবেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী,তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা তথা অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার সহ স্থানীয় নেতৃত্ব।

এরপরই তৃণমূলের সভা নিয়ে তীব্র কটাক্ষ করে স্থানীয় বিজেপির নেতৃত্ব। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী বলেন,তৃণমূল কংগ্রেস টুকলি করে চলে এটাই ওদের রুটিন। যেখানে ভারতীয় জনতা পার্টির সভা করবে সেখানেই এক দু দিনের মধ্যে ওদের সভা করতে হবে। একদিকে যেমন কেন্দ্র সরকারের প্রকল্পগুলিকে টুকলি চালাচ্ছে অন্যদিকে আমাদের সংগঠনকেও টুকলি করে চালাচ্ছে। তিনি আরও বলেন শুক্রবারের সভা দেখে তৃণমূল নেতাদের বুক কেঁপে গেছে। তাই পাল্টা সভার আয়োজন করা হচ্ছে।

যদিও আগামী রবিবারের কর্মী সম্মেলন বিজেপির পাল্টা সভা বলে মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মুখার্জি দাবি করেন এটা তাদের রুটিন সভা। পাশাপাশি বিজেপির সভাকে কটাক্ষ করে তিনি বলেন, মিঠুন চক্রবর্তীর জনসভায় রাজনৈতিক ভাবে কোন লোক হয়নি। মানুষ এসেছিলেন অভিনেতাকে দেখার জন্য, সোনামুখীতে বিজেপির কোনো সংগঠন নেই ।

সবমিলিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে সোনামুখীর নিত্যানন্দপুরে দুই রাজনৈতিক শিবিরের সভা ও পাল্টা সভা ঘিরে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments