নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার বাঁকুড়া শহরে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, চিকিৎসা ব্যবস্থা নিয়ে রাজ্যে যা চলছে তা ঠিক নয়। চিকিৎসকদের সুরক্ষার প্রয়োজন রয়েছে এই দাবি মেনে নিয়েই তিনি জানান, মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত হওয়া উচিৎ। রাজ্যে প্রায় চিকিৎসকদের ওপর হামলা প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, চিকিৎসকদের সুরক্ষার অভাব রয়েছে একথা একদমই ঠিক নয়, কিন্তু রাজ্য জুড়ে চিকিৎসকদের কর্মবিরতির জেরে চরম সমস্যায় পড়ছেন রোগী ও তাদের পরিজনেরা। তাই তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন জানান। এখানেই থেমে না থেকে জুনিয়র চিকিৎসকদের প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া মনোভাবের তীব্র সমালোচনা করেন তিনি। তাঁর বক্তব্য, ‘মুখ্যমন্ত্রী ডাক্তারদের সঙ্গে শ্রমিক ও গুণ্ডার মতো ব্যবহার করছেন। এটা ঠিক নয়। ডাক্তাররা সিপিএমও নয়, বিজেপিও নয়’। উল্লেখ্য মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ এবং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আবেদনের পরেও চিঁড়ে ভেজে নি, নিজেদের দাবি থেকে এখনও অনড় রাজ্যের চিকিৎসকেরা। রাজ্যের চিকিৎসকদের পাশে ইতিমধ্যেই দাঁড়িয়েছে দেশের বড় বড় হাসপাতাল ও চিকিৎসকেরাও। এই মুহূর্তে এমন খবর পাওয়া যাচ্ছে যে আগামী ১৭ জুন এন আর এস কান্ডের প্রতিবাদে সারা ভারতে কর্মবিরতির ডাক দিয়েছে আইএমএ। সবমিলিয়ে রাজ্যের চিকিৎসা ব্যবস্থার এহেন সংকটজনক পরিস্থিতি থেকে এখনই রেহাই মিলছে না রোগীদের বরং বাড়তে চলেছে দুর্ভোগ।