বাঁকুড়া : বাঁকুড়া পাত্রসায়ের কাকর ডাঙ্গা এলাকায় গত শনিবার পুলিশের গুলিতে আহত দুই ব্যক্তি কে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে এলেন বিজেপি নেতা মুকুল রায়। যার গুলি লেগেছে অপারেশন হয়েছে একটা কিডনি বাদ গেছে। পেশেন্ট শারীরিক ক্রিটিক্যাল । এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে আগে তো তিনটে ছেলেকে সুস্থ করতে হবে। দল সর্বোচ্চ এদের পাশে রয়েছে। আপনারা নিশ্চয় জানেন আজকে সেই কুখ্যাত 25 তারিখ 1975 সাল যেখানে ভারতবর্ষের জরুরি অবস্থা জারি হয়েছিল আজকে যেখানে আমরা আবার এসেছে ।বাংলায় অবস্থিত একটা অঘোষিত একটা জরুরি অবস্থা চলছে । দলের যোগদানে সব কিছু ব্যবস্থা করা হবে । জয় শ্রীরাম ধ্বনি দেয়ার পরে যদি গুলি খেতে হয় এর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছু হতে পারে না। এই যে গুলি খেয়ে তিনজন ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে ভারতবর্ষের কোন জায়গায় জয় শ্রীরাম ধ্বনি দিলে গুলি চালাতে হবে । পুলিশ বলছে আমি গুলি চালায় নি তাহলে গুলি গুলি আমরা সে জন্য বারবার বলছি যেখানে গুলি চলছে সেখানে সরকার বলছে আমরা গুলি চালায় নি তার একটা তদন্ত হওয়া দরকার তার সিবিআই তদন্ত চালাচ্ছ।কেউ খুন হলে বলে আমি কিছু করেনি কেউ গুলি চালালে বলে আমি গুলি চালায়নি। সরকারের একটা আর একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। কারণ মমতা ব্যানার্জি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বাংলাদেশ। সেই জন্য কিছুতেই মানতে পারছেন না। বাঁকুড়া এবং বিষ্ণুপুর এই দেশ আমরা সরকারের বিরোধিতা পাচ্ছে না পুলিশ দিয়ে শক্তি প্রদর্শন করে জায়গা দখল করার চেষ্টা করছেন।