eaibanglai
Homeএই বাংলায়পণপ্রথা রুখতে উদ্যোগী কালী পুজো কমিটি

পণপ্রথা রুখতে উদ্যোগী কালী পুজো কমিটি

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- মানুষ বর্তমানে আধুনিক হলেও এখনো সমাজে নানান কুপ্রথা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারেনি। তেমনি পণপ্রথা একটি দীর্ঘদিনের কুপ্রথা। এই প্রথার জেরেই মহিলারা স্বামীর গৃহে নির্যাতিতা হন। বর্তমানে এই কুপ্রথা রোধ করতে কঠোর আইন বলবৎ হলেও এখনো গ্রাম হোক বা শহরে প্রায়ই পণপ্রথার শিকারে নারী নির্যাতনের কথা শোনা যায়। এই কু প্রথা রোধ করতে গেলে আরো সচেতনতার প্রয়োজন। তাই পণপ্রথার মত এই সামাজিক ব্যাধি সমাজ থেকে নির্মূল করার জন্য নাটকের আয়োজন করলো ছাতনার দুবরাজপুর সর্ব ষোলআনা কালী পুজো কমিটি।

বিমল বন্দোপাধ্যায় রচিত ‘সত্যম শিবম সুন্দরম’ এই একাঙ্ক নাটকটিতে অভিনয় করেন দুবরাজপুর গ্রামের প্রদীপ চক্রবর্তী, প্রলয় চক্রবর্তী, সুদীপ চক্রবর্তী, জগন্নাথ চ্যাটার্জী, সুকান্ত চক্রবর্তী, জীবন বক্সী ও রাহুল গোস্বামী। এই একাঙ্ক নাটকটি নির্দেশনা করেন স্মরজিৎ মুখার্জি। মঞ্চসজ্জা জীবন বক্সী এবং রুপসজ্জায় ছিলেন দিব্যেন্দু কর্মকার। কলাকুশলীদের মনোমুগ্ধকর অভিনয় নজর কাড়ে সকলের। পুজো কমিটির সম্পাদক গৌতম ব্যানার্জি জানান ‘মানুষকে আরো সচেতন করতে ও পণ প্রথার বিরুদ্ধে সোচ্চার হতে এইধরনের সামাজিক নাটক মঞ্চস্থ করা প্রয়োজন’।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments