eaibanglai
Homeএই বাংলায়তারকেশ্বরে প্রথমবার বইমেলা! শৈবতীর্থে ব‌ইপ্রেমীদের জনজোয়ার!

তারকেশ্বরে প্রথমবার বইমেলা! শৈবতীর্থে ব‌ইপ্রেমীদের জনজোয়ার!

সঙ্গীতা চৌধুরী: – হরিপাল, সিঙ্গুর এবং আরামবাগে বইমেলা হলেও তারকেশ্বরে এই প্রথমবার বই মেলা হলো কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকা ও বৈদ্যপুর বালক সংঘ এন্ড লাইব্রেরীর সহযোগিতায়। গত ১০ ই মার্চ ২০২৪ অর্থাৎ রবিবার এই মেলার উদ্বোধন হয়েছে তারকেশ্বর বালক সংঘ এন্ড লাইব্রেরী মাঠে আর এই মেলা ১৩ ই মার্চ ২০২৪ পর্যন্ত চলবে। প্রথমবার তারকেশ্বরে বইমেলা নিয়ে প্রত্যেকটি মানুষ উৎসাহিত এবং গোটা তারকেশ্বর শহর জুড়ে এই মেলা একটা ইতিবাচক বার্তা সৃষ্টি করেছে। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষিত সম্প্রদায় এই মেলা নিয়ে বেশ উৎসাহিত।

১১ ই মার্চ সকাল ১০ টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই মেলায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির হয়েছে এবং আগামী ১৩ই মার্চ সকাল দশটা থেকে দুটো পর্যন্ত বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হবে। কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার সম্পাদক সুপ্রিয় ব্যানার্জী বলেন,“ যেহেতু প্রথমবার এই মেলার আয়োজন করেছি আমরা, তাই এখানে বর্তমানে ১৪ টি মতো স্টল রয়েছে,তবে পরের বছর ৩০ থেকে ৩৫ টি স্টল একত্রিত করার ভাবনা রয়েছে আমাদের।” একই সাথে তিনি জানান যে,এই মেলা কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার ও বৈদ্যপুর বালক সংঘ ক্লাবের সহযোগিতায় সুসম্পন্ন হয়েছে, তারা ব্যক্তিগত উদ্যোগ এবং ব্যক্তিগত ফান্ড থেকেই এই অনুষ্ঠানটি সুসম্পন্ন করেছেন। যেহেতু এই বইমেলাটি তারা প্রথমবার নিজেদের প্রচেষ্টায় চালু করেছেন সেই কারণে কোনো রকম সরকারের কাছে সাহায্যের আবেদন তারা করেন নি।

একইসাথে সুপ্রিয় বাবু এও বলেন যে, “যেদিন থেকে এই মেলার প্রচার হয়েছে সেই দিন থেকে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে এই মেলাকে কেন্দ্র করে একটা আনন্দ উৎসবের সৃষ্টি হয়েছে, সেটা আমরা বুঝতে পারছি।অনেকেই নিজে থেকে ফান্ডিং দিয়ে যাচ্ছেন কারণ তারকেশ্বর এই যে প্রথমবার বইমেলা এটা ভাবতেই তাদের ভালো লাগছে।” এই বইমেলার উদ্যোগ কীভাবে মাথায় এলো এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সুপ্রিয় বাবু বলেন,“আমি অনেক আগে থেকে লেখালেখি শুরু করলেও করোনার ৪-৫ বছর আগে থেকে আমরা কলমে সাহিত্য পত্রিকার শুরু করি, সেই সময় থেকে আমরা ভীষণভাবে অভাব বোধ করছিলাম যে তারকেশ্বরে কোনো বইমেলা নেই, সেই অভাব বোধ থেকেই আমরা এই প্রচেষ্টা করি এবং এখনো পর্যন্ত মানুষজনের যাওয়া,আসা, উৎসাহ আকাঙ্ক্ষা, উদ্দীপনা দেখে আমরা বলতে পারি আমরা সফল হয়েছি। আগামী দিনে এই বই মেলা যে আরো প্রচার পাবে সে কথা বলায় বাহুল্য।”

প্রসঙ্গত উল্লেখ্য,১১ই মার্চ এই বই মেলাতে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় সাহিত্যিক ডঃ রেনু পদ ঘোষ থেকে শুরু করে কবি গোপাল দাসের মতো জনপ্রিয় ব্যক্তিত্ব, উপস্থিত ছিলেন সারেগামাপা খ্যাত সঙ্গীত শিল্পী দীপ্ত চক্রবর্তী। এইদিন ব‌ইমেলা উপলক্ষে একটি কবিতা পাঠের আসরের আয়োজন করা হয়েছিলো ও সঙ্গীতানুরাগীরা গান এবং নৃত্য পরিবেশনা‌ও করেছিলো।

উল্লেখ্য , কলমে সাহিত্য পত্রিকার তরফ থেকে এই সকল কবিবর্গদের সম্মাননা প্রদান করা হয় এবং এর পাশাপাশি সাংবাদিক বন্ধুদের‌ও সম্মাননা প্রদান করা হয়‌।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments