নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- শুক্রবার ভর সন্ধায় ভারতীয় জনতা পার্টির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) দুর্গাপুর এলাকার সাধারণ সম্পাদক নিখিল রায়ের বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্র মারফত জানা গেছে এদিন সন্ধ্যায় দুর্গাপুর ইস্পাত নগরীর চন্ডীদাস সেক্টর মার্কেট সংলগ্ন নিখিল রায়ের ইস্পাত আবাসনে পরপর বেশ কয়েকটি বোমার শব্দ পাওয়া যায়। স্থানীয় মানুষজনরা ওই আওয়াজের উৎস কেন্দ্রের উদ্দেশ্যে ছুটে গেলে দেখা যায় এলাকায় ধোঁয়ায় ভরে গিয়েছে।
তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে। তৎপরতার সাথে ঘটনাস্থলে এসে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ ও দুর্গাপুরের এসিপি তথাগত পান্ডে। এই বোমাবাজির ঘটনায় নিখিল রায় নামক ওই ছাত্রনেতার বাড়ির বেশ কয়েকটি কাঁচ ভেঙ্গে গিয়েছে। এবিপি ছাত্রনেতা নিখিল রাই জানান , আজ সন্ধ্যার সময় তিনি তার এক বন্ধুর সাথে জরুরী কাজে বাইরে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন তার বৃদ্ধ দাদু ও ঠাকুমা। কিছুক্ষণের মধ্যেই তার কাছে টেলিফোন মারফত খবর আসে তার বাড়িতে বোমাবাজি হয়েছে বলে । তৎক্ষণাৎ তিনি ঘটনাস্থলে পৌঁছান ও আতঙ্কিত পরিবারবর্গকে আশ্বস্ত করেন। তিনি জানিয়েছেন কে বা কারা এই বোমাবাজির ঘটনা ঘটিয়েছে তা তার পক্ষে এখনি বলা সম্ভব নয়।
দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে বোমার অংশবিশেষ নিয়ে গিয়েছে তদন্তের স্বার্থে। তবে তিনি এও জানান পুলিশের ওপর তার ভরসা নেই, কারণ কিছুদিন আগে দুর্গাপুর ইস্পাত নগরীতে বিদ্যাসাগর এভিনিউয়ে এইরকমই একটি বোমাবাজির ঘটনা ঘটেছিল। তার ও এখনও কোন কিনারা করতে পারেনি পুলিশ। তাই তিনি মনে করেন এই ঘটনারও কোন উচিত তদন্ত হবেনা। দুষ্কৃতীদের ভর সন্ধ্যায় দুর্গাপুর ইস্পাত নগরীতে এ হেন বোমাবাজির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা।