সংবাদদাতা, বাঁকুড়াঃ- বড়জোড়া থানার বামুনডিহা গ্রামে গতকাল দামোদর নদীর থেকে বালি তুলে নিয়ে যাওয়ার পথে এক চৌদ্দ বছর বয়সী সাইকেল আরোহীকে ধাক্কা দিলে তার ডান পা জখম হয়ে যায়। এবং তাকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে স্থানান্তরিত করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল হাসপাতা্লে। এই ঘটনার পরে বামুনডিহা বালিঘাট এবং বালুরঘাটে থাকা অফিস পুড়িয়ে দেয় উত্তেজিত গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে এখানে বৈধ বালিঘাট থেকে মেশিন দিয়ে বালু তোলা হয় যা প্রশাসনিকভাবে নিষিদ্ধ। কিন্তু কিভাবে দিনের পর দিন প্রশাসন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই ভাবে বালি তোলা এবং ওভারলোড গাড়ি নিয়ে যাচ্ছে সেটাই প্রশ্ন তুলেছে এলাকার সাংসদ সৌমিত্র খাঁ।