সংবাদদাতা, বাঁকুড়া :- ভাদ্র সংক্রান্তি উপলক্ষে আত্মীয় বাড়িতে এসে পুকুরের জলে ডুবে মৃত্যু হল ভাই-বোনের। মৃত দুই শিশুর নাম সায়নী বক্সী(৭) ও রাজদীপ বক্সী(৬)। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া বাঁকুড়ার কোতুলপুর থানার ঘাটদিঘি গ্রামে। জানা গেছে বৃহস্পতিবার খেলার ফাঁকেই সকাল সাড়ে ১০ টা নাগাদ বাড়ি সংলগ্ন পুকুরে স্নান করতে যায় দুই ভাই-বোন। অসাবধানতা বসত সেখানেই তলিয়ে যায় তারা। পরে প্রতিবেশীরাই জল থেকে তাদের উদ্ধার করে কোতুলপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে দু’জনকেই মৃত বলে ঘোষনা করেন চিকিৎসক। এদিনই বিষ্ণুপুর মর্গে শিশু দুটির দেহের ময়নাতদন্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ। কোতুলপুর থানার মাবুদপুর গ্রাম থেকে দু’দিন আগেই মায়ের সঙ্গে ঘাটদিঘি গ্রামে জেড়তুতো দিদির বাড়ি এসেছিল সায়নী ও রাজদীপ। বৃহস্পতিবার সকালে খেলার ফাঁকেই তারা দুজনে মিলে স্নান করতে চলে যায় পুকুরে। সেখানেই জলে তলিয়ে যায় তারা। এরপর প্রতিবেশীরাই জলে নেমে দুজনকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। ঘটনার পর শোকের ছায়া নেমে আসে গোটা গ্রাম জুড়ে। কান্নায় ভেঙে পড়েন শিশুদের মা মান্তু বক্সী সহ পরিবারের লোকজন। মা মান্তু বলেন, সকাল থেকেই ওরা পুকুর ঘাটে যাবার জন্য বায়না ধরেছিল। আমি যেতে দিইনি। একসময় তেল, সাবান আর মগ নিয়ে দিদিই তার ভাইকে সঙ্গে করে পুকুরে চলে যায়। বাড়ির লোক ওদের ডেকে আনতে বলে। আমি ছুটে যাই ওদের ডাকতে। কিন্তু গিয়ে আর দেখতে পাইনি। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মা। এক প্রতিবেশী বলেন, শিশু দুটির মা তখন রান্না করছিলেন। বাচ্চারা নিজেরাই তেল, সাবান নিয়ে স্নান করতে যায়। বাড়ির লোক ভেবেছিলেন হয়তো কলে স্নান করবে ওরা। কিন্তু ওরা পুকুরে চলে যায়। সঙ্গে সঙ্গে ওদের খোঁজ খবরও করা হয়। এরপর সন্দেহ হতে আমরা পুকুরে নামি। তারপরই জল থেকে দু’জনকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক সেখানে দু’জনকেই মৃত বলে ঘোষনা করেন ।