eaibanglai
Homeএই বাংলায়রক্তদান নিয়ে নবীন প্রজন্মকে বার্তা দিতে অভিনব উদ্যোগ

রক্তদান নিয়ে নবীন প্রজন্মকে বার্তা দিতে অভিনব উদ্যোগ

সংবাদদাতা, বুদবুদঃ– রক্তদান জীবন দান। শিশু কিশোর তরুণ তরুণীদের মধ্যে এই মহতী বার্তা পৌঁছে দিতে এক অভিনব উদ্যোগ নিল বুদবুদের চাকতেঁতুল যুব অ্যাকাডেমি। গত বুধবার এই সংস্থার পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের পাশাপাশি একটি সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল একই সাথে। যেখানে ৩ বছর থেকে ২১ বছর পর্যন্ত বয়সীরা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেছিল। বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট ৩৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছিল এদিনের সাংস্কৃতিক প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে কেউ গান, নৃত্য, তবলা পরিবেশন করে, কেউ আবার ছবি আঁকে। গানের মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছিল রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতিকে। সাংস্কৃতিক প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও শিশু কিশোর কিশোরীদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। বুদবুদ সহ আশপাশের এলাকা যেমন- মানকর, পরাজ, বাঁশকোপা, বিরুডিহা,কসবা, পানাগড় থেকে প্রতিযোগীরা এসেছিল এই প্রতিযোগিতায় অংশ নিতে। প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরে চাকতেঁতুল যুব অ্যাকাডেমি এই সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে। অন্যদিকে এদিনের রক্তদান শিবিরে মোট ৪০ জন রক্তদান করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments