নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বৃহস্পতিবার তপশীলি জাতি ও উপজাতিদের উন্নয়নে বুদবুদে কল্যাণীর ন্যাশনাল ডেয়ারী রিসার্চ ইন্সটিটিউটের উদ্যোগে হাঁস, মুরগীর বাচ্চা বিতরণ করা হল। এদিন বুদবুদের কেন্দ্রীয় কৃষি বিজ্ঞান গবেষনা কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম জঙ্গলমহল, গলসী-১ ও ২ নম্বর ব্লক, কেতুগ্রাম, রায়না, মঙ্গলকোট, পুর্বস্থলি ব্লকের ১২৫ জন তপশীলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত পরিবারের হাতে হাঁস ও মুরগীর বাচ্চা তুলে দেওয়া হয়। পরিবার পিছু ২০ টি করে মুরগী ও ১০ টি করে হাঁসের বাচ্চা দেওয়া হয়। যার মধ্যে আরআরআই প্রজাতির মুরগী ও খাঁকি কেম্বেল প্রজাতির মুরগী বাচ্চা রয়েছে। একই সঙ্গে পোষ্যদের জন্য উন্নতমানের খাবার, ঔষধ ও খাবারের পাত্র দেওয়া হয়।
কল্যাণীর ন্যাশনাল ডেয়ারী রিসার্চ ইন্সটিটিউটের দাবি এই ধরনের হাঁস মুরগী পালনে আয় বৃদ্ধি পাবে। হাঁস মুরগী বিতরণের পাশাপাশি এদিন বিজ্ঞানসম্মত উপায়ে গবাদি পশু ও হাঁস মুরগী পালনের বিশেষ প্রশিক্ষন দেওয়া হয়। একইসঙ্গে কৃষকদের সঙ্গে বিশেষজ্ঞরা পশুপালন নিয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা করেন।
এদিন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, কল্যাণী ন্যাশনাল ডেয়ারী রিসার্চ ইন্সটিটিউটের (ইআরএস) র হেড ডঃ শান্তনু বনিক, বুদবুদের কেন্দ্রীয় কৃষি বিজ্ঞান গবেষনা কেন্দ্রের আধিকারিক ডঃ আজিজুর রহমান, ডঃ অজয় মণ্ডল, ডঃ চম্পক ভকত, ডঃ এম করুনাকরন, ডঃ মেহন মণ্ডল, ডঃ আসিফ মহম্মদ প্রমুখ।