eaibanglai
Homeএই বাংলায়দলীয় পাতাকা লাগাতে গিয়ে তৃণমূল উপপ্রধানের হাতে আক্রান্ত দলেরই তিনজন

দলীয় পাতাকা লাগাতে গিয়ে তৃণমূল উপপ্রধানের হাতে আক্রান্ত দলেরই তিনজন

নিজস্ব সংবাদদাতা,বুদবুদঃ- একদিকে যখন ‘দিদির রক্ষা কবচ’ এর মাধ্যমে সাধারণ মানুষকে সুরিক্ষিত করার কর্মসূচি নিয়েছে শাসক দল ঠিক তখনই দলীয় পতাকা লাগাতে গিয়ে দলেরই নেতার হাতে আক্রান্ত হয়ে অসুরক্ষিত বোধ করছেন দলেরই ৩ কর্মী। ঘটনা বুদবুদের গলসি এক নম্বর ব্লকের অন্তর্গত বুদবুদ এলাকার। “দলের পতাকা লাগানোর জন্য যদি দলের নেতাদের হাতেই মার খেতে হয় তাহলে এই দলটা আর করবো কিনা সেটা নিয়ে একবার ভাবতে হবে।” মন্তব্য আক্রান্ত দলীয় কর্মীদের। গোটা ঘটনায় ‘দিদির রক্ষা কবচ’ কর্মসূচী শুরুর আগে বেশ বিড়ম্বনাতে তৃণমূল শিবির।

জানা গেছে বৃহস্পতিবার গলসি এক নম্বর ব্লকের অন্তর্গত বুদবুদ এলাকায় ‘দিদির রক্ষা কবচ’ কর্মসূচি নিয়ে অনুষ্ঠান রয়েছে। যেখানে দলের রাজ্য নেতৃত্বের একাংশের উপস্থিত থাকার কথা। আর এই কর্মসূচিকে সফল করার ডাক দিয়ে বুদবুদ বাজারে দলীয় পাতাকা লাগাচ্ছিলেন তিন তৃণমূল কর্মী । অভিযোগ সেই সময় আচমকাই তৃণমূল পরিচালিত বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডু ওরফে মনা কুন্ডু ও তাঁর দলবল নিয়ে ওই তিন তৃণমূল কর্মীর উপর চড়াও হয় ও মাটিতে ফেলে ব্যাপক মারধর করে। গুরুতর জখম তিনজনকে তড়িঘড়ি মানকর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জখম তিন তৃণমূল কর্মীর মধ্যে একজন আবার স্থানীয় বুদবুদ পঞ্চায়েত সদস্য রেখা সাউয়ের স্বামী রাকেশ সাউ। সূত্রমাফিক জানা গেছে আক্রান্ত তিন দলীয় কর্মী উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডুর বিরোধী গোষ্ঠী গলসি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জনার্দন চ্যাটার্জীর অনুগামী। এদিকে জনার্দন চ্যাটার্জীর হয়ে কাজ করা যাবে না বলে ফতোয়া জারি করেছেন উপপ্রধান রুদ্রপ্রসাদ, এমনটাই অভিযোগ। ইতিমধ্যে দলের জেলা ও রাজ্য নেতৃত্বকে উপপ্রধানের এই দাদাগিরির বিষয়ে জানানো হয়েছে বলে জানিয়েছেন, ব্লক কংগ্রেস সভাপতি জনার্দন চ্যাটার্জী।

গোটা ঘটনায় এখন টানটান উত্তেজনা বুদবুদ এলাকায়। সাধারণ মানুষকে দিদির রক্ষাকবচ দিতে খোদ দলীয় কর্মীরা সুরক্ষাহীন হয়ে পড়াতে বেশ বিড়ম্বনায় ঘাস ফুল শিবির। অন্যদিকে বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments