নিজস্ব সংবাদদাতা, বুদ বুদঃ- বান্ধবীর সঙ্গে হাত মিলিয়ে যুবককে খুনের অভিযোগ। বুদবুদে আত্মীয়ের বাড়িতে লুকিয়ে থেকেও পার পেল না বিহারের যুবক। হানা দিয়ে হরিয়ানা পুলিশ গ্রেফতার করল। ধৃত যুবকের নাম ধর্মেন্দ্র কুমার শর্মা। সে বিহারের বুদ্ধামতালাও এলাকার বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায় বিহারের বাসিন্দা প্রিয়া উত্তরপ্রদেশের গুরগাঁওয়ে কাজ করতেন। সে তার সহকর্মী হরিয়ানার নারান্দা থানা এলাকার বাসিন্দা প্রবীণ টন্ডন নামে এক যুবকের কাছ থেকে ৫লক্ষ টাকা ধার নেয়। কিন্তু সেই টাকা প্রিয়া শোধ করতে পারেননি। এদিকে প্রবীণ টাকা শোধ দেওয়ার জন্য চাপ দিলে তাকে খুনের ছক কষে প্রিয়া। সে প্রবীণকে বিহারের জামালপুরে ডেকে পাঠায়। এবং চলতি বছরের জানুয়ারি মাসে পিসির ছেলে সুমিত কুমার এবং বন্ধু ধর্মেন্দ্ররের সাহায্যে তাকে খুন করায়।
অন্যদিকে ছেলের খোঁজ না পেয়ে জানুয়ারি মাসের ১৭ তারিখ প্রবীণ টন্ডনের বাবা বেদ প্রকাশ নারন্দা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের তদন্তে নেমে বিহার থেকে সুমিত কুমারকে গ্রেফতার করে হরিয়ানার পুলিশ। তার কাছ থেকেই ধর্মেন্দ্র কুমার শর্মার কথা জানতে পারে পুলিশ এবং মোবাইল লোকেশন ট্র্যাক করে শনিবার রাতে বুদবুদের কোটা এলাকায় হানা দিয়ে তাকে গ্রেফতার করে।
রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক চার দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন। এরপর ধৃতকে নিয়ে হরিয়ানার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ।





