নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ওভারটেক করতে গিয়ে মঙ্গলবার দুপুরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি বেসরকারি যাত্রী বোঝাই বাস। দুর্ঘটনায় জখম হয়েছেন বাসের চালক ও খালাসি সহ ২৭ জন যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান দুটি লরির মাঝ দিয়ে বেপরোয়াভাবে বাসটি ওভারটি করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
জানা গেছে এদিন দুপুরে বুদবুদের দিক থেকে পানাগড়ের দিকে যাওয়ার সময় বুদবুদের কোটা মোড়ের উড়ালপুলের ওপর দুটি ট্রাকের মাঝ বরাবর অভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাসের চালক ও খালাসি সহ বেশ কয়েক জন যাত্রী। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বুদবুদ থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। আহত যাত্রীদের উদ্ধার করে হায়পাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। আহতদের মধ্যে ১২ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এবং ১৫ জনকে পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। জানা গেছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যহত হয়। পরে পুলিশ কর্মীরা সড়ক থেকে দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।





