সংবাদদাতা,বুদবুদঃ- গত রবিবার বুদবুদের মারো গ্রামের রাস্তায় এক মহিলার গলা কাটা অবস্থায় দেহ উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তে নেমে মৃতার প্রেমিককে গ্রেফতার করল বুদবুদ থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন।
প্রসঙ্গত গত রবিবার বুদবুদের মারো গ্রামের বাসিন্দা জোৎস্না বাগদির গ্রামের ঢোকার রাস্তা থেকে গলা কাটা দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে কয়েকবছর আগে জোৎস্না বাগদির স্বামী মারা যান। তারপর থেকে দুই সন্তানকে নিয়ে একাই থাকতেন মহিলা। সম্প্রতি মহিলা বাপের বাড়ি কসবা গ্রামের বাসিন্দা হারু বাগদির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। রবিবার দুজনে বুদবুদের কোনো হোটেলে সময় কাটিয়ে সন্ধ্যায় টোটো করে বাড়ি ফিরছিলেন। হারু জোৎস্নাকে বাড়ি ছাড়তে যাচ্ছিল। তাদের সম্পর্কের মধ্যেই মনোমালিন্য চলছিলো। সেই কারণে রাস্তায় দুজনের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। টোটো চালক মারো গ্রামের হওয়ায় তাকে বাড়িতে ব্যাগ নামিয়ে দিতে বলে দুজনে গ্রামে ঢোকার রাস্তায় নেমে যায়। রাস্তার মাঝে দুজনের মধ্যে অশান্তি চরমে উঠলে হারু ধারালো অস্ত্র দিয়ে জ্যোৎস্নার গলায় কোপ বসিয়ে দেয়। পরে পুলিশ খবর পেয়ে রবিবার রাতে মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এবং তদন্তে নেমে সোমবার হারু বাগদিকে গ্রেফতার করে।





