eaibanglai
Homeএই বাংলায়বার্ণপুর গুলিকাণ্ডে গ্রেফতার প্রধান অভিযুক্ত ব্রেট লি

বার্ণপুর গুলিকাণ্ডে গ্রেফতার প্রধান অভিযুক্ত ব্রেট লি

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– বার্ণপুরে এক ছাত্রের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত গণেশ সাউ ওরফে ব্রেট লিকে গ্রেফতার করল হীরাপুর থানার পুলিশ। সোমবার তাকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১ আগস্ট রাতে হীরাপুর থানার বার্ণপুরের ধ্রুবডাঙালে রেলক্রসিংয়ের কাছে আদিত্য মণ্ডল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। তাকে প্রথমে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। বছর কুড়ির আদিত্য আসানসোলের বারি ময়দান স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

পরিবার সূত্রে জানা যায় ওই দিন রাতে ধ্রুবডাঙা সেবা সমিতির মাঠের সামনে কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিল আদিত্য। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, ঘটনার সময় আদিত্যর সঙ্গে ধ্রুবডাঙালের বাসিন্দা গণেশ সাউ ওরফে ব্রেট লি ও আনমোল সিং ছিলো। ব্রেটলির কাছে একটা দেশী রিভলভার বা পিস্তল ছিলো। আনমোল তা আসল না নকল দেখতে টানাটানি করছিলো। তখন কোনভাবে অসাবধানবশত গুলি চলে যায় এবং সেই গুলি পাশে দাঁড়িয়ে থাকা আদিত্যর বাঁ চোখের নিচে লাগে। ঘটনার পরেই রিভলভার সহ গণেশ সাউ ওরফে ব্রেটলি ফেরার হয়ে যায়। ওই দিন রাতেই আনমোলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে আনমোলের হাত থেকে গুলি চললেও রিভলভারটি গণেশের ছিল। পরে আনমোলকে গ্রেফতার করে পুলিশ। এরপর রবিবার রাতে পুলিশ কোর্ট মোড় সংলগ্ন এলাকা থেকে গণেশকেও গ্রেফতার করে।

যদিও অভিযুক্ত গণেশের মা দাবি করেছেন ওই রিভলভারটি তার ছেলের নয়। ছেলে জনৈক রাজেশ সিংয়ের গাড়ির চালক। রিভলভারটি তারই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments