সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বিশ্বকর্মা পুজোর জন্য গাড়ি ধুইয়ে ফেরার পথে বেসরকারি গ্যাস কোম্পানির গাড়ির ধাক্কায় এক গাড়ি চালক যুবকের মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল বার্নপুরে। মৃত যুবকের নাম কিষাণ হেমব্রম ( ২৫)। তিনি বার্নপুরের বড়ডাঙ্গার বাসিন্দা ছিলেন।
জানা গেছে মঙ্গলবার রাতে বিশ্বকর্মা পুজোর জন্য মালিকের গাড়ি ধুইয়ে বাড়ি ফিরছিলেন কিষাণ। সেই সময় বড়ডাঙ্গার রাস্তায় বেসরকারি গ্যাস কোম্পানির একটি চার চাকার গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। রাস্তায় নেমে তারা যুবকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং দোষী চালককে গ্রেপ্তারের দাবি জানাতে থাকে। বেশ কয়েক ঘন্টা পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনা প্রসঙ্গ স্থানীয় কাউন্সিলর অক্ষয় ঘোষ বলেন, “জিইইসিএল কর্তৃপক্ষকে এই রাস্তায় সাবধানে যানবাহন চালাতে বলা হয়েছিল। এই রাস্তা খুবই সরু। মৃত যুবকের পরিবারে মা ছাড়া আর কেউ নেই। মা তার উপর নির্ভরশীল ছিলো। তাই তাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।” অন্যদিকে পুলিশ জানিয়েছে, মৃত যুবকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে কোম্পানির সঙ্গে কথা বলা হচ্ছে।





