eaibanglai
Homeএই বাংলায়প্রতিষ্ঠা দিবসে শ্রমিক সংঘের রক্তদান শিবির

প্রতিষ্ঠা দিবসে শ্রমিক সংঘের রক্তদান শিবির

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, বার্ণপুর, পশ্চিম বর্ধমান -: ভারতীয় মজদুর সংঘের (বিএমএস) ৭০ তম প্রতিষ্ঠা দিবসটি স্মরণীয় করে তুলতে বার্ণপুর স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (বিআইকেএস) এবং বার্ণপুর ঠিকাদার মজদুর সংঘের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বার্ণপুরের বিশ্বকর্মা ভবনে আয়োজিত এই শিবির থেকে ৭১ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। সংগৃহীত রক্তের ৩০ ইউনিট বার্ণপুর হাসপাতাল কর্তৃপক্ষ এবং ৪১ ইউনিট আসানসোল জেলা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র।

রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন সেল-আইএসপির ইডি (ওয়ার্কস) দীপেন্দু ঘোষ, সিজিএম ইনচার্জ (এইচআর) ইউ পি সিং, সিএমও ইনচার্জ ( এম এণ্ড এইচএস) ডা. সুশান্ত সিনহা, সিজিএম (টাউন সার্ভিসেস অ্যান্ড সিএসআর) বিজেন্দ্র বীর, সিজিএম (মেকানিক্যাল) বিনীত রাওয়াল সহ সেল-আইএসপির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংগঠনের সদস্যরা। এছাড়াও

ইউনিয়নের অন্যান্য বিশিষ্ট কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সঞ্জিত ব্যানার্জি, অজয় সিং, সঞ্জিত প্রসাদ, মহেশ ব্যানার্জি, শচীন কুমার, অমিত সিং, বিজয় কুমার, দীপক সিং, অশোক সিং, প্রভাত কুমার, সন্তোষ ঝা, রাজীব কুমার প্রমুখ।

কর্মকর্তাদের প্রত্যেকেই শ্রমিক সংঘের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments