সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– গৃহঋণ নিয়ে তা পরিশোধ করতে না পারায় আদালতের নির্দেশে গ্রাহকের বাড়ির দখল নিলো রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক। ঘটনা আসানসোলের বার্নপুরের চিত্রা মোড় সংলগ্ন গ্যালাক্সি মল এলাকার।
জানা গেছে, বার্নপুরের গ্যালাক্সি মল এলাকার বাসিন্দা সৈয়দ সালাউদ্দিন প্রায় পাঁচ বছর আগে ইন্ডিয়ান ব্যাংকের শাখা থেকে গৃহঋণ নিয়েছিলেন। সময় মতো ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় ব্যাঙ্কের কাছে ১৮ লক্ষ টাকা বকেয়া হয়ে যায়। ব্যাঙ্কের তরফে বকেয়া ঋণ পরিশোধের নোটিশ পাঠালেও ওই ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কোনও পদক্ষেপ নেননি বলে অভিযোগ। এরপরই আসানসোল আদালতের দ্বারস্থ হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং আদালত সৈয়দ সালাউদ্দিনের বাড়ির দখলের অনুমতি দেয়। আদালতের সেই নির্দেশ মতো বৃহস্পতিবার হিরাপুর থানার পুলিশ ও দুই আইনজীবীকে সঙ্গে নিয়ে ব্যাঙ্কের আধিকারিকরা সৈয়দ সালাউদ্দিনের বাড়ি পৌঁছয় এবং বাড়িটি দখলে নেয়।







 
 
		 
                                    
