eaibanglai
Homeএই বাংলায়গ্রামীণ জনজীবনে কল্যাণমূলক পরিবর্তন আনতে উদ্যোগী বার্নপুর ইস্কো

গ্রামীণ জনজীবনে কল্যাণমূলক পরিবর্তন আনতে উদ্যোগী বার্নপুর ইস্কো

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- সিএসআর প্রকল্পের মাধ্যমে গ্রামের মানুষদের ক্ষমতায়নে এক নতুন উদ্যোগ গ্রহণ করলো বার্নপুর ইস্কো কারখানা বা সেল আইএসপি। ইম্প্যাক্ট গুরু ফাউন্ডেশনের সহযোগিতায় “চেতনা” নামে এই উদ্যোগের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাদের নাম নথিভুক্ত করা এবং এই প্রকল্পগুলিতে তাদের প্রবেশাধিকার দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগে ১ হাজারেরও বেশি মানুষ উপকৃত হবে বলে দাবি ইস্কো কর্তৃপক্ষের।

বৃহস্পতিবার বার্নপুরের বড়ডাঙ্গা গ্রামে এই উদ্যোগের সূচনা করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজিএম (এইচআর) উমেন্দ্র পাল সিং, সিজিএম (পরিষেবা) সঞ্জীব রঞ্জন দাস, সিজিএম (এইচআর) জিতেন্দ্র কুমার ও সিএসআর এবং এইচআর বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বার্নপুর ইস্কোর সিজিএম (এইচআর) উমেন্দ্র পাল সিং জানান, তাঁরা আশাবাদী যে, “চেতনা” কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সরকারি প্রকল্পগুলির সাথে সংযুক্ত করে গ্রামবাসীর জীবনে ইতিবাচক ও স্থায়ী পরিবর্তন আনা সম্ভব হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments